কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

শান্তা সাবরিনা

 

কবিতার কালিমাটি ১০৯


পানপাত্র

 

রক্তশিরা ভেসে ওঠা কচলানো চোখ

পলকের ইশারায় ডাকে মাতাল যুবক

এলোমেলো চুম্বন লেগে গেলো নিকষ আঁধারে

সব জল পথ হলে পৌঁছতে গালের কিনারে

বিমূর্ত ছায়া ভেঙে এগিয়েছে দক্ষ নাবিক

সে রাতে প্রেমিক ছিলো, মাতাল প্রেমিক

টেরটুকু পাওনি ডানাভাঙা রক্তাক্ত নারী

পানপাত্রের দেহজুড়ে জমে আছে শুধুই চাতুরী।

 

অপ্রাপ্তি

 

অনেক আঁধার চষে ভালোবাসা ফিরে এলো ঘরে

সোনাগলা রোদ এলো হেমন্তের ধানে

চকচকে নিকনো উঠোনে।

গলাচেরা হা-পাখি ছানার ক্ষুধা সংকেত

প্রাপ্য রিজিক চরে কৃষাণীর পায়ে

কোথায় হারিয়েছে মা,খোঁজ নেই

ক্ষুধাতুর নাড়ি বেয়ে উঠে আসে অতৃপ্ত ঢেকুর।

 

আয়না গ্রাম

 

জমাটবাঁধা মেঘ, মৃদু ঝড়

যেন নেশার লাটিম ঝিম মেরে মাথা দোলাচ্ছে

চারদিকে জল,জলে প্রতিচ্ছবি

অসময়ের

সংসারের

সংগ্রামের

মৃত্যুর

গোটা গ্রামের।

 

এ যেন সত্যিই সেই

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন