কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

<<<< সম্পাদকীয় >>>>

 


কালিমাটি অনলাইন / ৮৭

 

আজ থেকে বিয়াল্লিশ বছর আগে বৈশাখে ‘কালিমাটি’ মুদ্রিত পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। তারপর কেটে গেছে এতগুলো বছর। কোনো বছরই ‘কালিমাটি’ নিষ্ফলা থাকেনি। সেই সময় ঘোষিত ত্রৈমাসিক পত্রিকা হিসেবে কোনো কোনো বছরে প্রতিশ্রুত চারটি সংখ্যা প্রকাশ করা সম্ভব হয়নি ঠিকই, কিন্তু তার যাত্রায় কখনও ছেদ পড়েনি। বিগত ১০০তম সংখ্যা পর্যন্ত ‘কালিমাটি’ পত্রিকা ত্রৈমাসিক পর্যায়ে ছিল, ১০১তম সংখ্যা থেকে ‘কালিমাটি’ বার্ষিক সংখ্যা রূপে তার নতুন যাত্রা শুরু করে। এখানে আরও একটি ব্যাপার উল্লেখ করা যেতে পারে, ১০০তম সংখ্যা পর্যন্ত পত্রিকা ছিল গল্প-কবিতা-প্রবন্ধ-নিবন্ধের সাধারণ পত্রিকা। তার মধ্যে মাত্র চারটি সংখ্যা ছিল নির্দিষ্ট বিষয়ভিত্তিক সংখ্যা, কিন্তু ১০১তম সংখ্যা থেকে প্রতিটি সংখ্যা প্রকাশিত হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে। যেমন এবছরে সদ্য প্রকাশিত ‘কালিমাটি’ পত্রিকার ১০৭তম সংখ্যার বিষয় ‘মহামারী’। আবার বিষয় ‘অতিমারী’ বললেও ভুল হবে না। সম্প্রতি সারা বিশ্ব এই মহামারী তথা অতিমারীতে আক্রান্ত হয়েছিল, যা এখনও নির্মূল হয়নি। কবে এই ভয়ংকর আক্রমণ থেকে বিশ্ব সম্পূর্ণ রূপে মুক্ত হবে, কবে মৃত্যু মিছিলের পরিসমাপ্তি ঘটবে, কারও জানা নেই। করোনা-মুক্ত বাতাসে আবার কবে শ্বাস-প্রশ্বাস নেওয়া সম্ভব হবে, তাও অনুমান করা মুশকিল। তবু এই চরম বিপর্যয়ের দুঃসময়ে ধ্বংসের মুখোমুখি হয়েও সৃষ্টি তার সৃজনশীলতা থেকে কখনও বিচ্যুত হয় না, তার নিরন্তর চলার পথে কোনো বিপত্তিই তার গতিরোধ করতে পারে না। ‘কালিমাটি’ পত্রিকাও তাই নির্দিষ্ট সময়েই প্রকাশিত হলো তার নিরবচ্ছিন্নতাকে অব্যাহত রেখে।

‘কালিমাটি’ পত্রিকার ‘মহামারী’ সংখ্যায় আমরা বিষয়ভিত্তিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছি বিভিন্ন গুণীজনের, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য এবং মহামারী তথা অতিমারী বিষয়ে যথার্থ বিশেষজ্ঞ। এরই পাশাপাশি অত্যন্ত দক্ষ ও   মননশীল কথাশিল্পীদের ছোটগল্পে মহামারীর প্রেক্ষাপট সাবলীলভাবে প্রতিফলিত হয়েছে। এছাড়া একটি কবিতার আঙ্গিকে উজ্জ্বল হয়ে উঠেছে মহামারীর বিমূর্ত রূপ।

করোনা ভাইরাসের সংক্রমণে আজও আতঙ্কিত সারা বিশ্বের মানুষ। যদিও  একদিন এই দুর্যোগ কেটে যাবে। সুস্থ স্বাভাবিক প্রাকৃতিক আবহাওয়া আবার ফিরে আসবে। কিন্তু আজ এই অস্বাভাবিক পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের শারীরিক সংক্রমণের সঙ্গে সঙ্গে তার মানসিক সংক্রমণও লক্ষ্য করা যাচ্ছে, তখন যথার্থই আশঙ্কিত ও আতঙ্কিত হতেই হচ্ছে। অবৈজ্ঞানিক আচার-আচরণ, পারস্পরিক সন্দেহ-অবিশ্বাস, মানসিক দূরত্ব, অসামাজিক ক্রিয়াকলাপ ক্রমশই  যেন তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে। প্রশ্ন জাগে, বিশ্ব করোনামুক্ত হবার পরেও  মানুষের মন কতটা আবর্জনা মুক্ত হবে? জীবনচর্যা কতটা স্বাভাবিক হবে?

কামনা করি সবার সুস্থ ও সুন্দর জীবন। সৃজনশীল যাপন।

 

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

 

দূরভাষ যোগাযোগ : 9835544675

 

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :

Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন