কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

বিপ্লব গঙ্গোপাধ্যায়

 

কবিতার কালিমাটি ১০৭


কথাবার্তা

 

শুভ্রতার গায়ে যেটুকু আঁধার আছে

থাক

ভুলেও মুছতে চেয়ো না এই দাগ

 

দুটি শব্দের মাঝে একটু সাদা জায়গা

যেভাবে রেখে যাই আমরা  কিছু লেখার সময়

কেউ জানি না এখানে কী রেখে গেলাম...

 

এর মাঝে শোক তাপ কান্না প্রেম

জন্ম আর মৃত্যুর  আবিশ্বসংসার

 

যে আলো দেয়

আসলে সে নিজেই পুড়ে যাচ্ছে অবিরাম।

 

আগন্তুক

                

কেউ আসে মাঝে মাঝে

গল্পস্বল্প  করে

তারপর উঠে যায়

শুধু ফেলে যাওয়া স্তব্ধ  চায়ের কাপে ধোঁয়াটে আকাশ লেগে থাকে।

 

 এসব দেখতে দেখতে সময়ের জটিল সুড়ঙ্গ 

 কখন যে ডুবে যায় ভাবি

 

একান্ত স্মৃতির নীচে

কেউ এসেছিল

তার ছায়া নিভিয়ে দিয়েছে মৃদু আলো।

 

পথের প্রার্থনা

 

এসো, লুকোনো রাস্তটাই সন্ধান করি প্রথমে

দরকার হলে সাফসুতরো করে নেব  ময়লা লাগা তন্দ্রার বিন্যাস।

আমি জানি যতই তীব্র হোক নির্জনতা

দূরে কেউ আছে

তার গায়ে দিগন্তের আকুলতা

তার পায়ে ভিন্ন এক পথের ইশারা

অন্যমনস্ক ভাবে সে পেরিয়ে যাচ্ছে জীবনের কোলাহল।

 

ময়লা লেগে থাকা ভুল স্বপ্নের নিচে খনন করি অনাঘ্রাত পথ।

 

বেড়াতে যাওয়ার আগে

 

ঠোঁটের নাব্যতা থেকে নৌকা

দুলে উঠছে হাসির ঝিলিক

পাল তুলে তুমি কি আড়াল করছো

নির্জন রঙ ব্যাগভর্তি আনচান

রুটম্যাপে সার সার আকর্ষক ছবি

 

জলে তার মহিমা ভাসে 

স্রোত জানে অস্থিরতা উজাড় করে

গোপন গন্তব্য চিনে নেওয়া।

 

ছায়াটি ঝুলিয়ে রেখে

সময়ের দাঁড়ি কমা পুর্ণচ্ছেদ ক্রমশ  অতলস্পর্শী 

 

পুতুল নাচিয়ে কেউ ফিরে এল নদীটির কাছে।

 

 


1 কমেন্টস্:

  1. এই হল সত্যিকারের মার্মিক, ভালোলাগার অনেক সময় ধরে অনুরণন ও ভাবের কবিতা। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন