কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

 

কবিতার কালিমাটি ১০৭


উড়ান

 

হাওয়া উঠল আবার

এক ভাগ মাটিতে উঁচু হয়ে উঠলো হিংস্র গম্বুজ

আর ছুঁড়ে দিল ফুৎকারে তরল আগুন

ধোঁয়া আর মাংসপোড়া গন্ধে ছটফট করে ডানার মুখ

জলপথ, জলপথ, এবার আমরা উড়ে যাই চলো

খোঁড়া হাঁস, সুবচনী ব্রতকথা ছেড়ে

নতমুখ লাবণ্য দীঘি ছেড়ে চলো, উড়ি

পাহাড়ের ওপাশ থেকে জোছনা এনে দিত যে রাত

সে তো আসছে না আর তারপরে সে তো আসবেই না

বলবে না আদর বলবে না এই, বলবে না জেগে থাকো মন

দগদগে পোড়া এই রাতের মুখ নিয়ে

আমরা তো উড়ে যাবো শুধু

আমরা তো শুধু ঘনরঙ শীতকাল ফুঁড়ে

নদীদের অলৌকিক পথে দেখতে পাবো

মধু জমে এলো শব্দের

মৌচাকভর্তি টসটসে ঋতুর ফাঁক দিয়ে দেখে নেবো

ফুটে গেছে মেঘ আমাদের চোখের আকাশে

ঘনিয়েছে লতাগুল্মর যত মেঘ, সব মেঘ

নির্জন ডালপালার হাতে জড়িয়ে ধরবো

চাকলা ওঠা এই গুড়ি, পোড়া গাল পেতে নেবো

ভুবনের সব জলধারা...

মানুষের গম্বুজ, লোহার পতাকা আরো উঁচু হয়ে দেখবে

উড়ে যেতে যেতে মেঘ ভালবাসা করছে পরস্পর

আদর করছে নিজেদের মুখ

মুখের শরীরে কেউ আ্যসিড ছুঁড়ছে না...

 

আলোর অন্ধকার

 

আত্মদীপ হও স্মরণ:

~নিজেই নিজের প্রদীপ হও -

গৌতম বুদ্ধ

 

অন্ধকার খুলে ফেলছে রঙ ও পোশাক                        

সঙ্ঘে সারিবদ্ধ হচ্ছেন শ্রমনরা

দিগন্তলীন ক্যানভাস চড়চড় করে ফেড়ে ফেলে

অন্ধকার হাসছে যখন,

সন্ন্যাসীরা গোল হয়ে প্রদক্ষিণ করছেন মঠ

ছবি থেকে আলো নিভে যাচ্ছে যত,

প্রার্থনার সামনে মোম জ্বালছেন তারা

গলাকাটা ধড়, দমচাপা শিশুদের

ধাক্কা  দিচ্ছে অন্ধকার, ছেঁড়া ফাটা ওড়নায়

ছুঁড়ে দিচ্ছে কামড়ানো স্তন আর

অনাহত আনন্দে মন্ত্র উচ্চারণ করছেন ভিক্ষুরা

শুধু দেখতে পাচ্ছেন না যাবতীয় পথ ও পদ্ধতি ছাড়াই

কেমন উঠে বসছে  শবদেহ, পরস্পর তারা

জ্বেলে নিচ্ছে নিজেদের আর

তুলে ধরছে জ্বলন্ত আঙুল দিগন্তের দিকে

দৃশ্যের ওপারেই তথাগত দেখছেন

আলোর অন্ধকারে ডুবে যাচ্ছে শ্রমন হৃদয়...

 

শীতকাল

 

এত বেশি শীত, বরফে ঢেকে গেছে মুখের দেওয়াল

কাঠের ঘন্টা বাজিয়ে

ভেড়ার পাল নেমে আসছে সবুজ পশমের ঢালে

যেখানে রোজ পাতা কুড়োই।

ছোট ছোট কথা আর আদরের ঝরে যাওয়া পাতা

মুহূর্ত জ্বালবো না বলো?

পাতা পোড়ানোর গন্ধে দেখবো  না

গলে যাচ্ছে আঙুলের নীল নীল বরফ

আর ঝোরা নামছে গালের উপত্যকায়

ও জলে নৌকো হারায়

বরাবরই নৌকো ডোবে স্বর্গ ও পৃথিবীর মাঝমধ্যিখানে

এত চাঁদ, পাতলা কাচের ডানা,মধুভর্তি এত মৌচাক

ডুবন্ত টুপির মতো পাক খায় ঘোলা ঘুর্ণিতে

আপ্রাণ ফেরাই তাই শীতকাল থেকে

তাকাও, পাশ ফেরো, ঘুমের দিকে আমার

দ‍্যাখো কথাদের গায়ে আদরের দাগ কতো লাল

তাকাও, আর পাতা পোড়ানোর সুবাসে

ভরে যাক আমাদের সব শীতকাল...

 

 

 


1 কমেন্টস্: