কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

হাসান মোস্তাফিজ

 

কালিমাটির ঝুরোগল্প ৯১


শিল্প যাকে হাঁস বানায়

 

নিশ্চিত ভাবেই বলা যায়, শটটা ঠিক হয়নি। চোখের সামনে এমন অবাধ্যতা সহ্য করা যায় না। পরিচালক এসে আবার বললেন নজরুলকে, কী হল, তুমি কলিজাগুলো বারবার ফেলে দিচ্ছো কেন? খেয়ে ফেল!  

নজরুল কাঁচুমাচুভাবে বলল, দাদা, এগুলো তো কাঁচা! রান্না করা হয়নি! যদি নুন দিয়ে একটু সেদ্ধ করে আনতেন!

পরিচালক রেগে গেলেন। ঝাড়ি দিয়ে বললেন, তোমার সাথে আমার এই কথা ছিল? তুমি সুযোগ চেয়েছো, আমি দিয়েছি। এখন সুযোগ কাজে লাগাও। মনে রেখো, একটা মহৎ শিল্প সৃষ্টির লক্ষ্যে তুমি এই ত্যাগ করছো।

পরের শটটা ভালো হল। পরিচালক এবার নজরুলকে একটা হাঁসের খামারে রাত কাটানোর হুকুম দিলেন। পরের দিন শুট্যিংয়ে মাছের নাড়িভুঁড়ি খেতে হবে।

পরিচালক দ্বিতীয় কাপ চা শেষ করে শুট্যিং শুরু করলেন। নজরুল অভিনয় দারুণ করলো। নাড়িভুঁড়ি যে এক্সপ্রেশন ও যে আত্মতৃপ্তি নিয়ে খেল, তা দেখার মতো। পরিচালক চাইছেন দ্রুত শটটা শেষ করতে, যাতে কাট বলা যায়। এরপর শুধু দুটো সংলাপ বলা বাকি। পরিচালকের অগাধ বিশ্বাস, নজরুল পারবে। নজরুলেরও আত্মবিশ্বাস, সে পারবে। কিন্তু নজরুল সংলাপ বলতে শুরু করতেই  সবাই শুনতে পেলো - প্যাঁক, প্যাঁক, প্যাঁক, প্যাঁক…        

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন