কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

ইন্দ্রাণী সরকার

 

কবিতার কালিমাটি ১০৭


ভুলে যাওয়া কলি

 

সুদৃশ্য কোনো ফুলদানিতে রাখা ফুলের মত

অতি আধুনিক কোনো বিস্মৃতি থরে থরে

সাজিয়ে রাখা কবিতার পাতায় পাতায়,

রংবাহারি ফুলে গুনগুনিয়ে যাওয়া অলি।

 

পাপড়ি ধীরে ধীরে ফিকে হয়ে আসে, মূমুর্ষ,

বেশ কয়েকটি দিন সুবাসিত আমেজ রেখে

বাসি ফুলের স্মৃতির মত ম্লান হয়ে আসা,

অবশিষ্ট থাকে কিছু ভুলে যাওয়া কলি।

 

সূতোয় বোনা ইতিহাস

 

আগুন দেখে ছুটে আসা মথের মত

প্রতিরোধ ক্ষমতা ক্রমশঃ ফুরিয়ে আসছে,

যেমন সমুদ্রের ঢেউ তীরে এসে আছড়ে পড়ে

বাতাসে উড়ে বেড়ানো ভাসমান পালক

যেমন পৃথিবীর বুকে নেমে আসে,

জীবন তেমনি বয়ে চলে যেন দুরন্ত বাতাস

অথবা সমুদ্রের ওঠানামা ঢেউ অথবা একটি পালক

বহমান জীবনের এক পতন ও উত্থানের কাহিনী

সাদা, কালো ও রঙিন সূতোয় বোনা ইতিহাস

ভালোবাসার কাছে চিরকালীন হার মেনে থাকা।

 

সোনালী আর রুপালি ধূলো

 

রাতের পরীরা সবাই ঘুমালে চুপিসারে

জানালায় এসে জমায়েত হয়।

জাদুবলে তারা ঘরে ঢুকে পড়ে

তারা গান করে, নাচ করে,

আমি বিবশ হয়ে স্বপ্নের ঘোরে

তাদের ঘরের মধ্যে উড়ে উড়ে

ভাসতে দেখি, যেন আমারি কথা বলে।

আলোর এতটুকু আভাসে তারা

ত্রস্ত্যভাবে একে একে তারা গবাক্ষ

ভেদ করে অদৃশ্য হয় তাদের রাজত্বে।

আমি অবাক হরে দেখি ঘরের মাঝে

ছড়ানো সোনালী আর রুপালি ধূলো।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন