কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

বুধবার, ১ আগস্ট, ২০১৮

পদ্মাবতী রায় চৌধুরী



ডাকনাম


প্রতিবার মরে গিয়েও বাঁচতে চাইছি আবার...
বিসুভিয়াসের রোমশ বুকে কান পেতে পেতে
শুনতে চাইছি আগুনের ওপার থেকে
গহীনতম জলপ্লাবনের ডাকনাম...

মনচোঁয়ানো রক্তের মত
                        তপতপে তপ্ত
                                একটা সত্যি ডাকনাম৷


সাঁকো


ডাকনামটুকু আসলেতে সাঁকো...
রাতের অন্ধকারে জ্যোৎস্নায় পুড়ে গিয়ে,
তোমার ইচ্ছের চারাগাছ যে সুরঙ্গপথে
অনায়াস পূর্ণগ্রাসে গ্রহণ লাগাবে আমাতে...

ডাকনাম আমাদের আড়ালের সেই জনপদ...


ঠিকানা



একটা নতুন ডাকনামে ছুঁয়ে গেছো মরণ!
কিছুদিন ব্যারেজের সবকটা লকগেটে
তালাচাবি জলেস্থলে চুরমার...
কাকভোরে ঘুমভাঙা ঘর
আর...
একটানা ভোরভাঙা বৃষ্টি বলে গেল
আসলে আমি ভিখিরিই ছিলাম...
জলজন্ম জুড়ে শুধু ছুঁয়ে যাওয়া অজস্র
বিশুদ্ধ ডাক ডাকনাম...
ডাকপিয়ন যার একটারও
সঠিক ঠিকানা খুঁজে পায়নি কখনো,

পায় না কখনও...


ডিপফ্রিজ


রাতভর আলোয় কালোয় পঞ্চম বিশ্বযুদ্ধের পর
এলিয়ে পড়া চাঁদে...
নোনাঢেউ চুমু খেয়ে চলে গেলে,
ঠাণ্ডা মেঝেময় কুটিকুটি সহস্র ছেঁড়ানাম
গুনে গুনে গাঢ় নীল...
ভোর দ্যাখে মেয়ে...

প্রেমিকের মন থেকে মৃত ডাকনাম খুঁটে নিয়ে,
কাচের বয়ামে ডিপফ্রিজে ভালোবাসা জমায়...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন