কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

জয়া ঘটক


পথ

রূপ, সে তো পোড়ামাটির পুতুল
চলে যাবো জেনেই হয়তো জড়িয়ে
ধরেছি এই পথ বিবশতা হাত ঘুড়িয়ে
ডাকছে আমায়! বুকের মধ্যে এক বড়
আলেয়ার ঝিল! আমি থমকে দাঁড়াই

অনিশ্চয়তার দ্বন্দ্বে দ্বিধায় তার দিকে
চাই! তারপর নির্বাক হয়ে পিছন
পিছন যাই

দেবী

দেবীকে দেখোনি কখনও
তবুও শুধু গহন অন্ধকার
হাত ভরে ভরে দাও!

দেবীর বোধন হয়
সাথে সাথে বিসর্জনও!

একি পূর্ব নির্ধারিত ছিল?

প্রেম

তোমাকে ফিরে পাওয়ার
জন্য হারিয়ে যেতে চাই
প্রথমে আগুনে তারপর
জলে!

নারী জন্ম

হারিয়ে যাওয়ার জন্য
জন্মাইনি হেরে যাওয়ার
জন্যও না! হারিয়ে দেবার
জন্য বারবার ফিরে আসবো
এখানেই, নারী জন্ম নিয়ে



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন