কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রণব পাল

হারানো ভঙ্গিমার গল্প

একটা পুরনো পৃথিবীর ফ্রয়েডীয় জেরক্স
ছড়ানো ছেটানো কুড়োচ্ছে রিটায়ার্ড ক্যালেন্ডার
চাঁদের একফালি থেকে পেড়ে আনি আমার ভাগশেষ

শব্দকোষে ওড়ার টিকিট হারিয়ে
              মহাকাশের গল্প ফুটছে টবে
আন্তর্জাতিক সোয়েটারে ব্যক্তিগত বালিকার রং
উড়ুক্কু ভালোবাসায় জিভ দিয়ে চাটি নিজস্ব ভালোটুকু
ফরসা আলোর পিপাসায়
                         যুগ টপকায় মাটিভ্রুণ
সবুজ ফোয়ারায় চড়াইয়ে এক্কা দোক্কা
বিউগল বাজায় জুয়েলারি রোদে
বন্ধু সিরিজ ছাপতে ছাপতে চলে যায়
                                 ভূগোলের সিজন
দিকহারা কিতাবের সর্বাঙ্গে পুব উঠছে

ফুরানো কবির ভগ্নাংশে
দ্বিতীয় পর্বের সার্কাস তাঁবু
অনর্গল মিথ্যের সততায় ভাষাছুট লম্বা মাঠ দৌড়ায়
                                        অসীম জাদুঘরে
আঙুলে আঙুলে ক্লোন, সাইক্লোন
ভুল কুড়োতে কুড়োতে বর্ণ পরিচয়ে ভুলভুলাইয়া
                                              কথায় কত্থক
হারমাদের পেটে আগুন ডিম পাড়ে রঙিন কুয়াশা
রং লিখছে নাম তার রংনাম্বার
বিজ্ঞান বই টপকে আলতো পায়ের কালারবক্স
                                       মগজ ধোয়া পেন্সিলে


রিটায়ারমেন্ট

আজ আমাদের কোনো হোমটাস্ক নেই
ডানাকাটা উড়ানডাঙার চাঁদিয়াল
ফেলমারা লাটাই
হাতের মাঞ্জায় রিটায়ারমেন্ট দোল খায়
হারানো আলাদীনের আশ্চর্য ধনতেরাস গড়িয়ে
                                              ভাজা দুপুর

মুকুট নিলাম হচ্ছে সস্তা বাজারে
স্নায়ুহীন একটা যুগ পোড়া আত্মহত্যায়
                               রোম রোমিও রোমান্টিক জ্বলে
স্যারিডন হাতে চায়ের কাপ বসল
                                 চন্দ্রবিন্দুর মাথায়
ফেলে দেওয়া জোছনারা
একঝাঁক পাখি হয়ে এলো নার্সদের অ্যাপ্রণ
                                           ভরিয়ে

বদহজম বর্ণেরা কবিতার টুকলিফাই ছেড়ে
দোতলার পৃথিবীতে নতুন মাতৃসদন টাঙালো
মুখোশ খুলে একটা বাচ্চাগ্রহের ডিম
                        ফুটফুটে ডেকে ওঠে মোরগের আগে

গলে পড়া সূর্যের লাভায় জমাট গল্পের আসর
শূন্যস্থান জুড়ে পূরণ অপূরণের
                             ম্যাজিক সার্কাস










0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন