কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

খায়রুজ্জামান সাদেক

চক্র


()

রোঁয়া ওঠা দুপুর নগ্ন হওয়ার আগে রটে যায়
ধৃত ইস্পাত চালিত চাকার শব্দ ও আবর্তন
সময়োপযোগী সমস্ত পদাঘাত বৈদ্যুতিক যোগ
এখন যা কিছু সমর্থন যোগ্য নয় তা-ও 
যা কিছু পুনরাবৃত্তি করছি তোমার কাছে  
চশমার কাচে আমার গভীর ট্যুর
সোনার খনির পাশে রেখে আসা বাইনোকুলারে


()

প্রতিটি চক্র এখন উপাদেয়
যেমন ঐক্য ধরে রাখে শক্তিশালী ভ্রূণ!
দেখো কালো শিংএর সুবিশাল প্রদর্শনী
সমান্তরাল বক্ররেখায় হচ্ছে কত কি
মার্জিত অংশগ্রহণকারীদের
অপরিমেয় রেশমের প্রতি বর্গমিটারে
তাই উদ্দিষ্ট হাসছে চমৎকার
যখনি খুলে রাখি কালো মোজা কর্মহীন ভোরে
মৌখিক মগ্ন ব্যাকগ্রাউন্ড বেলুন মরীচিকার


শূন্য মুহূর্ত

কখনও কখনও সম্ভাব্য কাজগুলো
আগেই এসে জানান দেয় আবরণশূন্য মুহূর্ত
সম্পূর্ণভাবে সন্ত্রস্ত সময় ফিরে যায়
যে বাক্য সৌন্দর্য বৃদ্ধি করে
তোমার চোখের অপূর্ব মণি থেকে
তার দিকে চেয়ে সাফল্য মুখ দেখা কতকাল
খুব শীঘ্রই পেশী শক্ত নরম হয়
শুঁয়োপোকা দলে ভারি হয়ে ঝরঝরে জায়গা ছেড়ে যায়
শরীর থেকে শরীরী জন্ম অত্যন্ত সংবেদনশীল
মেজাজ হয়ে মেজাজে মুছে যায় যেন
অকস্মাৎ ঋতু গুনে দেখি সকল উপাদান
রাতে নমনীয় কিছুটা বৃষ্টি ফেরত পড়ে আছে
জিহ্বা মুখে অবিলম্বে অপসারণ অপেক্ষায়
এই তো শূন্য মুহূর্ত যত বহিষ্কার করো
জেদি অঘ্রাণে গৃহীত হয় তার মায়া বা শিকড়


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন