কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ


(১০২)           

পাঁচ নম্বর রোডের তিন নম্বর ক্রশরোডের ল্যাম্পপোস্ট
রাতটাকে যখন দিন করে রেখেছিল
রঙবাহারী লেহঙ্গায় তখন নেচেছিল সোমলতা
রঙবাজীতে ছিল রতন তোতন ভোম্বল
আর হুলো হুলো গানে
মধুমিতা মাসীমা
একলা আকাশ কেঁদেছিল খুব
একলা সেই রাতে


(১০৩)     

নীরব অভিপ্রায়ে মুক্তমালা হেঁটেছিল সারাদিন
মণিমালা সাজিয়েছিল অবসরের আসর
আলোকমালা ছিল পদ্মমালার কাছাকাছি
আর নিরন্তর উদ্যানের ছায়ায় রতিমালার অঙ্কস্থাপন

যদি এতই অনায়াস সাধন যাই বলে চলে যাওয়া
তবে কেন বারবার ফিরে ফিরে আসা কাঞ্চনমালায়   


(১০৪) 

অনেকটা আবহাওয়া জুড়ে এখন শুধুই রাই কিশোরী
কে যাবে গো ঘাটে আজ নাইতে সুন্দরী
ছল চাতুরী তো অনেক হলো
ছদ্মখেলায় মাতলো গৌরবৈরাগী 
রাগী তাপে পুড়ল ভাত
ভীষণ আঁচে উথলে উঠল দুধের হাঁড়ি
বুকে বড় কষ্ট মাধব বুকে আমার পাগলা ঘোড়ার জড়াজড়ি

বিবসনা নাইতে গিয়ে বুকের দুধে ভাসল হাজার নদী 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন