কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

পৃথা রায়চৌধুরী

ফেং-শুই  

আমদানি রপ্তানি যমজ করে
আঙুল ফাঁকে আটকে
শ্যামবাজারের পাঁচমাথা ব্যস্ত,
ফুটপাথে বারো টাকার তেঠেঙে ব্যাঙ
পড়ন্ত বিকেলে দশ টাকা জোড়া,
তোর চোখের টানে সূর্যাস্ত।

প্যাকিং বাক্সে খড়কুটো,
পুচকু বল শোলা,
দরদামে বাদ হতভাগী প্রেমিকা
ব্লিস্টার প্যাকে ডলফিন প্রেমিক
আগামী মাসেই ঘরে তুলবো,
এমন জড়াস না এখন আলটপকা।

মিনে করা মুখোমুখি মাছ
ময়দান ধরে সাঁতরে
সাবাড় ভিক্টোরিয়া, ফিটন
সার্জেন্ট মোড়ে ফুরফুর বাঁশি,
অদৃশ্য ডানা খোঁজে একদল
অবাধ ধর্ষদর্শন, যখন তখন।

ভাগ্য ফেরাবে ঝটিতি
চাইনিজ টুংটাং
জানালায় ফাঁসি, সদ্‌গতি।


সুপ্তি

মুহূর্তের অপর নাম মৃত্যু বলে
শ্মশানে পেতেছি শয্যা
তোমার ঘরে রাতবাতি জ্বলে
এখানে চন্দনসজ্জা।


মন-জমিন

প্রথম ডাকে নিরুপায় উপেক্ষা
তবু ভবিতব্য কথা বলে

হাত ছুঁয়ে স্মৃতি হয়ে যাওয়া
এভাবেই ছাই, বিসর্জন এভাবেই
এভাবেই পুড়ে যাওয়া নিরন্তর
হিমরাত্রি বরফ আগুনে

একবার ডেকো আমার নাম ধরে,
আমি চলে গেলে...


1 কমেন্টস্: