কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রণব বসুরায়

ঘাম নামছে  

মহাশূন্যে দাঁড়িয়ে দেখি নিচে ছোট ছোট গাছ
যে নদী বহতা তাকেও স্থবির লাগে
যেন ক্যানভাসে আঁকা ল্যান্ডস্কেপ, গার্ডেন...
বেশ্যাবাড়ির ছাদও অন্য বাড়ির মতো
চিহ্নিতকরণের কোনো উপায় রাখে না
কাক সে পুচ্ছ নাচায়, কোনো ছাদে কাপড় শুকোয়
পিঁপড়ের মতো হেঁটে যায় গুঁড়ো মানুষের ঢল

কেন যে রাখলে আমায় ভরহীন শূন্যতায়
পিঠে, শিরদাঁড়া বেয়ে ঘাম নামছে


দ্বিতীয় যুদ্ধ

দ্বিতীয় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা খুবই জরুরী...
ভেঙেছে কাপ, পিরীচে থেকে গেছে চায়ের দাগ
হয়তো উষ্ণতার ছিটেফোঁটা, তাও

এখন প্রসাধন থাক, পুরাতন ফুলগুলি বরং
সরিয়ে রাখো
উনুনের আঁচে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে,
আর মশলায় মিশে যাচ্ছে সুগন্ধী পাপড়ি
এখন ভুলে থাকো পিরীচ-বিলাস।
কোকিলের ডাকে যে ছবি দেখো লাল হলুদ
রাখো তাকে শান্তিনিকেতন বাগানবাড়িতে

যদি চাও নতুন যুদ্ধে এসো
ধরো হাত, অস্ত্র রাখো আমার শকটে...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন