কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

শ্রীজাতা কংসবণিক

কন্ট্রাডিকশন

শীতের দুপুরে পিঠে রোদ এসে পড়ে
শরীর উত্তাপ চায়
শরীর আরামপ্রিয় কোনও সাপের মতো
তবু
শীতঘুমে চলে যায় আলোর আড়ালে...


ফার্স্ট জানুয়ারী

সময়, আমার সেই প্রেমিকের মতো...
জানবে না কোনোদিন তাকে ছুঁতে চেয়ে
 
কত মানুষ কক্ষ হারালো শূন্যে;
তাকেই উদ্দেশ্য করে আজ সারারাত উৎসব 
এখানের পাড়ায় পাড়ায়।
আলো পুড়ছে বাইরে
আর ঘরের ভেতরে ফেসবুক খুঁজছে হারানো দিনের সুর।


কবিতা

সমস্ত বিশুদ্ধ কথা একটি কবিতা...
সমস্ত পবিত্র বাক্য গহীন হৃদয় থেকে উঠে আসা
সেসবও কবিতা হয়ে ওঠে
নির্জন মৃত্তিকা ভেদ করে প্রতিদিন জন্মাচ্ছে যারা
তাদের বুঝেছো কোনোদিন?
তুমি তো কবিতার তেমন পাঠক নও...

যাওয়া আসা 

এই যে শব্দ পাহাড়ে পাহাড়ে ঘোরে,
আর আমারও ভীষণ ইচ্ছে করে সেসব কিছু ছোঁব
এই যে ব্যবধানটুকু আমাকে প্রেমিকা করে তোলে
শব্দ ধরতে আমি সেই পাহাড়ে পৌঁছোই

প্রতিধ্বনি শোনা যায় নিজের আসা যাওয়ার
এভাবেই শুরু, এভাবেই ফিরে
আসা...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন