কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

অনিন্দ্য রায়

হেমাটোলজি


()

সেই ম্যান্ডেল-মহল, বাস্তবতা একইভাবে ভাঙে, মটরশুটিও
এবং সংশ্লিষ্ট হলে আমরা দেখেছি তার সম্ভাবনাগুলি

কোথাও রয়েছ তুমি, ভায়োলিনে ভেঙে যাওয়া মানুষের মুখ


()

বেড়া-নিচু বাড়ির সরল, ছবিকেও আমি পারি ডিঙোতে কতটা
কতটা শরীর খুলে মেলে দেওয়া উঠোন দড়িতে

তাকে শুকোনোর মতো একটি গানের কলি
                           ভেতরে তোমার সঙ্গে গল্পে মেতে আছে


()

পিঁপড়েকলোনি থেকে এনেছ শর্করা আর যৌনমুলতুবি
তোমাকে দংশন করে, ফুলে ওঠে স্মৃতি  এযাবৎ

মনে পড়ে স্পর্শের আঁচড় কখনো দিয়েছে জ্বালা
                    কখনো রক্তের বাতি সলতেটি ইতর করেছে


()

যদিও চামচ ছিল, যদিও সৌন্দর্য জলে
মেশানোর আগে হাতে নিয়ে মুগ্ধ হয়ে গেছি


মনিব তাগাদা দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, যদিও
আমার মৃত্যুর জন্য কেউ কেউ  তোমাকেই দায়িত্ব দিয়েছে













0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন