কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ


(১০০)           

রাকার সঙ্গে সেদিন দেখা হলো হঠাৎ
রাকা আমার জন্য নিয়ে এসেছিল আলুর চাট
আমি ভাবি এই কি সেই ছেলেবেলার মাঠ
ক্যাম্বিস বলে ক্রিকেট কাঁচা আমলকী দুর্বাঘাস
এখনও জানা হয়নি
মানুষ প্রথম কবে মা সম্বোধন করেছিল
জানা হয়নি কাঠবিড়ালির আজব আখ্যান
তোমাদের তাড়া আছে তোমরা খুঁজে নাও নিজস্ব আস্তানা
আমি রাকার মুখে শুনব দেড়শ খোকার কান্ড কারখানা 


(১০১)     

নুনের মাত্রা একটু বেশিই ছিল
ঝালের মাত্রাও তাই
কাঠঘোড়াটা এখন আর নড়ে না চড়ে না
আসলে খোকাবাবু তো কবেই
খোকার খোলস ছেড়ে শুধুই বাবু
সে এখন যায় তালপাহাড়ি বন
আস্ত গঙ্গায় ডুবকি মারে সকাল সন্ধ্যায়
তবু সাদা দইয়ের বারান্দায় প্রতিদিন
উঁকি মেরে যায় টুনটুনি রায়


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন