কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

ঝিলম ত্রিবেদী

বৃষ্টি পড়া বাড়ি

গভীর বৃষ্টি পড়ে
গোপন বৃষ্টি
অবুঝ অরণ্যে পুরাতনী হাওয়া
হাওয়ার শিকড়ে ঘর আলোর
আলোর আঁতুরঘরে হাওয়া প্রেম...
কুয়োর নক্সাকাটা জলে কে যেন ডোবায় নয়ন
পলকে অথির জল
জলে ডোবা কান্নার বাড়ি
বাড়ি গাথা বানে ভাসে
ভাসে পাতার আঁচড়
অতীত কালের একা অদ্ভুত বিকেল...
গোলাপি কলাই করা মেঘ ডাকা বিদ্যুতের আঘাত!
কে আকাশ বসে লেখে বন্যতার শতমুখী কুয়োয়?
জলে বিজলীপারা আঁধার জগতে বয়ে যায়
অলীক আত্মায় বাঁধা
             রহস্যের বৃষ্টি পড়া বাড়ি...



কবিগুরু

তোমার শব্দের তলায় ঢেকে গেছি
ছন্দের তলায় মালা চন্দনের সৌজন্যমূলক সাক্ষাৎকারে 
আজ আবার
তোমায় তর্জনী দেখালো যে
তার শিরদাঁড়ায় বহুজাতিক রক্তের কুলকুল...
তার পা ডোবে না নদীতে
অগাধ জটিল খেলা সম্পর্ক তার নাম!
“মানুষে মানুষ যোগ করা”!
মানুষের রাত মেখে মানুষ পাথর হয়ে গেছে
শোভাযাত্রায় দেখতে পাচ্ছি থিকথিক করছে সব পাথরপ্রতিমা!

তোমার দু’পা রাখো সংসারের জলে
তোমার দু’চোখ ডোবাও সজলে
অভিশাপ মুক্ত কর অহল্যার...

  

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন