প্রামাণ্য কিছু নেই
(১)
দিনশেষের
আজান
আর
কোনো সম্বোধন থাকছে না এখানে
দূরে
দূরে রাখছ লেশমাত্র নির্দেশ, একটা অনুষঙ্গ
যার
অবস্থানের দিকে ভুলে যাওয়াগুলো ফিরে আসছে টিপটিপ
এবার
জল
যাবতীয়
রদবদল নেমে যাচ্ছে ভাঙা পাথরে
নেহাতই
মাঠঘাট
অথচ
কিছুটা ব্লার হলে ভালো হতো
(২)
এই
যে ভিজে ওঠার বিস্তার, সকালের দিকে নেমে যাওয়া হাতবদল-
বড়জোর দু-চারটে জীবাশ্ম ঠেকবে কোথাও। গলার
কাছে এসে ফিরে যাবে এমন ফ্যাকাশে ধারণা।
বহুদিন
পর আমি প্রাণপণ স্মৃতি
গোটা
একটা বইয়ের পৃষ্ঠা থেকে সাফ হয়ে যাচ্ছে ঠোঁট
মেট্রো
সিটির উঁচুনিচু সিকোয়েন্স
এলোপাথাড়ি
গর্ভ হচ্ছে যে নদী
তাকে
অনুবাদ করছি শরীরে
আছড়ে
পড়ার শব্দ
তারই
জরুরী নির্জনতা
এরপরেও
কী দৃশ্য কেবল ন্যারেটিভ হতে চাইবে?
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন