কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

বেবী সাউ

ক্ষত 


বন্ধ দরজা দিয়ে ঢুকে পড়ছে যে অতিথি 
এ আতুড় শরত লেনাদেনা বোঝে না 

হঠাৎ দুপুর 
হঠাৎ মেঘ 
তারে আটকে থাকছে বাথরুমের জল 

মুহূর্তের সঙ্গে মুহূর্তের বচসা 
কাটাতে কাটতে মানুষটি 
জলজ ব্যাপার শিখছে

লক্ষ্য পেরিয়ে তখনি  
জন্মান্তর ঘটছে পরবর্তীর 



তথ্যচিত্র

তবু থেমে থাকা চলে না  
রাস্তার উপর হর্ন দিচ্ছে হলুদ বাস  

টিলার উপরে ভাসছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 

সিমেন্টের বস্তা হাতে রাজমিস্ত্রি 

একটা চেয়ার আনুক কেউ 

রঙ বালতি হাতে 
ব্রুশ চুবিয়ে 

আজকের নাটক আরম্ভ করা যাক 


দেবীপক্ষ

আকাশ নিয়ে তোর যে বাতুলতা 
ঘন নীলের বাঁশির সুর ওঠে  

পালক ছেঁড়া পাখির চারপাশে 
শুধু ধুলোবালি 
পচা আবর্জনা 

কোথায় কার ঘরে ভুলক্রমে শাঁখ বেজে ওঠে 
কোথাও বা জমে থাকে পা-ছাপ

জমানো পাপেরা বোঝে সুযোগ 
বোঝে একলা ঘর 

নারীকে একা পেলে 
ভগবান পশু হয়ে ওঠে অনিন্দ্য 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন