কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

পলাশকুমার পাল

যুদ্ধ ও রাজনীতিতে

একটা নারী।
আর গিরগিটির সহবাস এখন।
প্রেতাত্মার স্রোতে জিভা
স্তন, নাভী, যোনিতে আলোর শিহরণ...
আলোর ভাঙন
রক্তের বীজ ধারাবাহিক...

গোয়েন্দা গল্পের রহস্য আজও আব্রুতে ঢাকা।

বারুদ-পেয়ালার শিরোনামে
প্রতি সকাল আজও ধর্ষণ...



বেদনা-বার্তা

প্রতি সকালে বিস্কুট ধর্ষিত
প্রতি সকালে কুয়াশা মাখে চশমা...
ধোঁয়া হয়ে ওঠে চমুকের শব্দ
ব্যবহৃত কনডমে শুক্রাণুর যন্ত্রণা...

নারীটি কোথায়?
আবছা ঐ পথিকের রেলপথ-

তবু হাঁটা অ্যালবামে
বিপ্লবে বীর্য ঢেলে...

জন-গণ-মন হারমোনিয়ামে গান নয়;
শিশ্নতে রচে সানি লিওনের শিহরণ...

জীবনের জিন-এ ও রক্ত মাখুক;
-দ্বীপে আমি তো সুখি
ধর্ষিত নারীকে বেদনা-বার্তায়
         
শকুনের ঘোষণা।


একটা শব্দ

কাপ ও প্লেটে একটা শব্দ
যোনি ও শিশ্নে অন্য-
বুলেটের অডিওতে শোনা যায় সেলুনের কাঁচি...
শান্তির শব্দ না শান্তির জন্য?

ডাল ভাঙার যাঁতার শব্দে
শাঁখা পলার অবিরাম টুংটাং

খাদকের দাঁতে খাদ্য চর্বিত
             
বাকি সবাই দর্শক;
কুড়াই শিহরণ...

ভাগারের উপরে শকুনের খুশি
এক নীরব চুক্ চুক্ চুক্...
যুদ্ধ আসলে একটাই শব্দ
       
মোরগলড়া

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন