কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

দেবাশিস মুখোপাধ্যায়

কবিতা ১

আমার বাড়ি থেকে তোমাদের বাড়ি 
দূরত্ব জানে শুধু আকাশ 

একটা মেঘ লেখা তোমাদের ছাদে 
চোখঘুড়ি আর হাওয়ার লড়াই 

রোদ এমনই তীর্যক ভঙ্গিমায় 
খুন করে যাচ্ছে সম্পর্ক 

কবিতা ২

কিনে আনা কৃত্রিম গাছে 
সিলিং ফ্যানের বাতাস 
তাসে ব্রীজ 
হারের ভেতরই কেউ কেউ 
খুঁজে যাচ্ছে পুরনো দিন

কবিতা ৩

মেঘ মেঘ হলো না গোটা এপ্রিল 
হাওয়া গ্রাম না হওয়ায় 
অস্থির শহর পোড়া আগুনে 
ওমলেট বানাচ্ছে আজ

কবিতা ৪

নীল খেলার জন্যে রাত্রি 
আলোর ওঠা নামা জানালায় 
ঘামের ভাষায় ভরপুর ঘর
বালিশ সরিয়ে প্রশ্রয় দিচ্ছে 
বোবা অস্থিরতা

কবিতা ৫

পুরনো ববি সিনেমার কথা 
চাবি হারিয়ে যাওয়ার পর
কাউকেই বলা হয় নি
এইসব নয় অপ্রাপ্তবয়স্কদের জন্য 
নখ আর দাঁতের খেলা


কবিতা ৬

শ্মশান আর সূর্যাস্ত দেখে ফেরা 
মাষ্টারমশাইয়ের বিশ্বাস 
অ্যাসিড ছোঁড়ার আগে নিশ্চয়ই অজানা 
ছিল মেয়েটি ন’ মাস 
ক্ষেতের ফসল নষ্টের দায় তারও


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন