কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

তাপসকিরণ রায়

বিকল্প

ছায়াকুঞ্জে তোমাকে খুঁজেছি, জানি বেশি দূরে নেই তুমি!
ছুঁয়ে আছি, ছুঁয়ে নেই পালক স্পর্শের অস্তিত্ব,
আকৃতি ধরা আছে মন। কিছু করতে না পারার বিকল্প বাসনায় 
তুমি আপনি আপনি ভেঙে ভেঙে গুড়িয়ে যাচ্ছ 

আঁধার আলো

আঁধার ভাবায়, অপরাধে ছুঁয়ে দিতে চাই তোমায়!
মন্দ বুদ্ধিগুলি ক্রমশ খুলতে থাকে,
দিবালোকে নিজেকে চিনতে পারার গোছগাছ ভদ্রতা—
চাইলে রাতের বোধগুলি দিন শুদ্ধ করে নিতে পারে 

শ্রাবণ

কখনও মনে হয় শ্রাবণ বৃষ্টিতে খুব করে ভিজি- 
দুহাত ছড়িয়ে দিয়ে খোলা আকাশের নিচে নেচে উঠি। 
অসুখের ভয়ে বৃষ্টি দেখা ছেড়েছি, তবু একদিন ঝাঁপ দিই জলে,
সাঁতার তো আমিও জানতাম!

আকাশ

আকাশ ধরে রাখতে তুমি,
একবুক শূন্যায়নে পড়ে আছে আঁধার,
ব্যথার উৎস খুঁজে তোমার মুখ পেলাম,
জমা রাখি কিছু খুশি, তুমি এলে খরচ করব বলে। 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন