কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

দেবলীনা চৌধুরী

অভাব (মজেছি)


কেন লিখব তোর কথা?
ওই তো-
তাপ্পি সাঁটা জ্যাকেট,
আধপোড়া সিগারেট সাথে
ছাই ভর্তি ফুলদানি,
সা রে গা মা ভোলা কর্ড,
রংচটা হাওয়াই-এ লাল সুতোর সেলাই,
এই টুকুন,
ওই কানাঘুষোয়,
দরজা বরাবর মাংসাশী ডাস্টবিনে
ঘেঁটে পেয়েছি...


আশ্বাস


হাতের কাটা দাগে
সদ্যজাত রক্তের ভূমিকা
জুতো পালিশের মতো
হকচকে
হ্যাঁ তাও
খোলসে ভেজা রক্ত
আবাদি হয়ে
ব্যথাকে প্রতিশ্রুতি,
তোর ইতিহাসে
সৈনিক
কখনো মাথা নোয়াবে না


তফাৎ


তুই চরম কালো, আমি ফর্সা টুকটুকে
তফাৎ একটাই
তোর আলনা ভরা সন্তান,
আর আমার দোলনা সাজানো খেলনা ডানাকাটা
তুই সবার প্রিয়, আমি আবার হেয়
তফাৎ একটাই
গাছ ভর্তি তোর ব্যালকনি,
আর আমার আদর নবিশ শিকড়
বাতাস ন্যাওটা।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন