কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

নভেরা হোসেন

দূরবর্তী



তোমার চোখ খুঁজছে চোখ
জিভ ঠোঁটকে
হাতের আঙুল জঙ্গলাকীর্ণ পথ
নদীবর্তী সাঁতার উজানকে
রাত্রি কালরাত্রিকে


রাত্রি বিষাদ
দীর্ঘ উটের ছায়া করতলে
তোমার মুখ চেয়ে আছে
পারদের নাভিমূলে
প্রেম গোলকীয়

ছাতা হাতে প্রেমিকের ঘর
সেখানে জাহাজের মাস্তুল অনেক কাল
ভেসে যেতে যেতে সেরেনদীপিতা
হাইতির ত্রিভুজ কোণ,
দ্বীপান্তর দিলে চলে যেও তুমি
আমি কোথাও যাব না
আমার ঘরে বিস্মৃতি
কি সুন্দর সাজানো



কর্পূর বৃক্ষ

কর্পূর তুমি কর্পূর না
বৃক্ষ তুমি বৃক্ষ না
মেঘেরা আকাশকে ঢাকছে
আকাশ ঢাকছে মেঘেদের
লুকোচুরি খেলতাম কোনো এক কালে
এখনও খেলছি তোমার সাথে
তুমি খেলছো আমার সাথে
কর্পূর উবে যায়
বৃক্ষেরা দাঁড়িয়ে
কর্পূর নতমুখ
বৃক্ষেরা চলিষ্ণু



এক সকালের পত্রাঘাত


মিতিয়া মিতিয়া
তোমার চোখের ভাঁজে নক্ষত্রের শ্বাস
পাখনা কেটে কেটে ময়ূরীকা
উনোনে ককরোচ
তদীয় পত্রযোগে সকালের দূরাভাষ
উড়-ক্কু মাছ এক জল কেটে কেটে
অগ্নি সমুদ্রে
তুমিও দেখছ এপারটা
ওপারে জয়তুন ফল
নঞর্থক মেটাবলিজম।


মিতিয়া মিতিয়া
তোমার চোখের কোণে ইনসমনিয়ার ছাপ
রাতজাগা পেঁচা আর নক্ষত্র
এখানে অনেক সোনালিপত্র
একাশিয়ার মৃদুগন্ধ রাত্রির শেষ প্রহরে
তুমি কারো জন্য অপেক্ষায় নেই
তোমার জন্যও কেউ নেই
অপেক্ষায়



কাচের পর্দা
(তোমাকে...)

তুমি সন্ধ্যারও মেঘমালা
তুমি আমারও সাধেরও সাধনা

একি রাত্রি? কালরাত্রি?
তুমি কি মেঘের মেশিন?
তুমি কি নিরাকার - সাকার?
এ ভোর ঢেকে গেছে শিউলির না ফোটা কোরকে-
তুমি কি নজ্‌দের মরুঝড়?
হামজার ছুটনত্ম বল্গা?
তবে চমকাও
এ রাত কেটে গেছে ধূসরতায়,
জলের অনেক নিচে জল
ত্বকের গভীরে ত্বক
রাত কত হলো কাপ্তেন?
কত রাত হলো আজ?
কতশত কাশবন, ভেষজগুল্ম
রাত কত হলো আজ?
কত শত কাশবন, কর্পূর বৃক্ষ
ধনেশের লম্বা নাক মেরম্ননরাঙা রাতের আকাশে
তুমি কি তবে রাত্রি?
ঘোর কৃষ্ণ যবনিকা?
তুমি কি কোনো চুম্বক?
ঘূর্ণায়মাণ লাটিমের দণ্ডে?
কেটে গেছে সকাল মধ্যাহ্ন এবং সাঁঝবাতির সন্ধ্যা
তুলোর পাখনায় রক্তের গন্ধ
জিভে ঠোঁটে লবণাক্ত স্বাদ
গহ্বরে বর্ষার ধারাপাত
তুমি কি কোনো মধুক্ষরা মোমের পুত্তলি?
রাতের উল্কা?
তবে চমকাও
ঢেকে যাও আলতার দাগে
রাত কত হলো আজ?
কত রাত হলো?
অশরীরী রাতের কান্না
তবে চমকাও ছিঁড়ে ফেলো গলুইয়ের শতচ্ছিন্ন
মুছে যাক সকালের ভ্রানিত্ম
গুঁড়ো গুঁড়ো কাচের টুকরো
বিঁধে থাকো জরায়ুর হৃদপিন্ডে-
আকাশে মাধবীর ক্রন্দন
তুমি কি তবে রাত্রি?
কাচের মসৃণ দেয়ালিকা?
রাত কত হলো চমকাও
কত রাত হলো আজ?
অশ্বের ক্ষুর চণ্ডাল
তুমি কি কোনো যবনিকা?
কাচের পর্দা-
কত রাত হলো আজ?
রাত কত...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন