কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

১৪) রঞ্জন মৈত্র



রঞ্জন মৈত্র 


প্রতি সরণ  

জলকে জলের মধ্যে 
আরও পর্দা কাচ ছুঁয়ে 
হাতে হাতে তেপান্তর 
জ্বলজ্বলে ফোঁটাগুলো গ্রাম 
থেমেছো 
কড়া নাড়বে 
ওহ বরফ নাড়বে 
আর শ্বাস নেবে অর্কিডে 
জলকে জলের দূরে 
ক্রোধ রোদ 
জ্যোৎস্নার সামান্য আঙুলে 

ডিনামাইটের গায়ে গায়ে 
আট লেনের প্যাস্টেল 
পরপর দেখাগুলো 
নাম্বার প্লেটের মধ্যে কতদূর সংখ্যা নেই 
চূড়া নেই প্যানোরম 
থেমেছো 
নামবে চায়ে বাঁয়ে 
ভয় পাবে ঘড়ির কাঁটায় 
পর্দার এপাশে ওপাশে 
জল পড়ছে 
সপ্তাহে, রবিবার রাতে 



আলোকিত

সূর্য ডোবে স্কুল ফেরতা ফিজিক্স পাতায় 
অস্ত ক্যান্টিন ছেয়ে কলেজ কলেজা 
সাটিন সাটিন ধ্বনি 
করোগেটেড জল আর পাপথ পন্থবন 
ভেজরশ্মি যতদূর সাফ করে 
তোমাকে লেগুন ক'রে আনে 

জন্ম দেখনু নোকিয়ায় 
মরে যাওয়া ক্রিয়াপদ সমেত
কামেট কামেট এই কে পড়িছ 
সমুদ্রপৃষ্ঠ থেকে পৃষ্ঠা থেকে 
ভাঙা হাইটের কুচি ফোটে চামড়ায় 
খোয়া থেকে আলো করে সদর সদর দরোজা 
তোমাকে নাখোয়া ক'রে আনে 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন