কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

১৯) নভেরা হোসেন



নভেরা হোসেন

কাক, কাকস্য, কাকলাস্য

(টেড হিউজের প্রতি)
কাকের চোখ চেয়ে আছে
অভিশপ্ত নৃসংস্কৃতি
অভিশপ্ত লোকালয়
লোকজন মুখে চুনকালি মাখছে
অন্যকে মাখিয়ে দিচ্ছে
হাত দিয়ে যত ভঙ্গুর অস্ত্র
ছুঁড়ে ফেলছে নর্দমার কালো পানিতে
কাক, কাকস্য, কাকলাস্য,
জানার অধিক জানা আছে
যা জানলে জানা উবে যায়
কাকের চেয়েও কালো সে কাক
তুমি তাকে পারো না এড়াতে
শরীর জুড়ে উল্কির চিহ্ন
মোহিকান, মাইয়া সভ্যতা

সারা মন জুড়ে নৃশংস প্রেম
যাকে তুমি হত্যা করেছ


মধ্যাহ্ন
ঘুমে চোখ জড়িয়ে আসছে
টিভি স্ক্রিনে বন্যার দৃশ্য
নদীর পার ভেঙে ঢুকে পড়েছে ঘরের ভেতর
ঝিরঝির বৃষ্টি
কাক ও কোকিলেরা শহর ছেড়েছে
চৌত্রিশতলায় হাওয়াইন গিটার
পাপড়িটা একটু বন্ধ হতেই
একঝাঁক টিয়ার শেল ছুটে গেল
লোকজন না খেয়ে থাকছে
ইচ্ছে করে
ফ্রিজে থরে থরে খাবার সাজানো
চোখটা একটু খুলতেই
একটা কালো বেড়াল পার হয়ে গেল
তেতলার ছাদ.....

মাংসাশী
আমি মাংস খেতে ভালোবাসি
তুমি মাছ
আজ সরালাম দশটা লাশ
গতকালও
তার আগের দিনও
আর তোমার বাড়ির ছাদে
এক রত্তি মোমের আলো
সারারাত জেগে আছে...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন