কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

১১) অনিন্দিতা গুপ্ত রায়



অনিন্দিতা গুপ্ত রায়

পূর্ণিমা
তাঁতভাঙা গন্ধের নিচে এক টুকরো চাঁদের উপমা
স্নায়ুপথ হঠাৎই জ্যোৎস্না পরিবাহী
আলো ছড়ানোর সমস্ত উপকরণেই
তাপ থাকা বাধ্যতামূলক নয়!
জঙ্গল হয়ে ওঠার কথা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে
পাতার চিহ্ন, আগুনলাফ
চৌহদ্দি পেরিয়ে পিঁপড়ে এগোয়
ছোটখাটো কামড়ের অপরাধ প্রবণতা
মাঝে মাঝে ভুলে যাওয়া যেতে পারে
  

অমাবস্যা
স্পর্শলিপি শেখানোর কথা ছিল
কথা ছিল স্বীকারোক্তি
দেখা ও না দেখার মাঝখানে ধোঁয়া সব করে রব
চিমনি ভর্তি ফুলে ওঠা পেট থেকে
হাতঘড়ি, সাইকেল ইত্যাদি লোহালক্কড়
এক নদী, দুই নদী করে বালি
পা মাপতে নেমেছে ফাটলে
বুদ্‌বুদ গড়িয়ে অন্ধকার, ফোঁটাদের
  



2 কমেন্টস্:

  1. বিষাদ কেমন আড়াল থেকে হাসে, তোমার কবিতার প্রতিটি শব্দ শেখায় আমাকে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনিন্দিতা গুপ্ত রায়৯ ডিসেম্বর, ২০১৪ এ ৮:০৫ PM

      তোমার কবিতা থেকেও নিরন্তর শিখি আমি। ( কাল কমেন্ট করেছিলাম। আজ দেখি নেই )

      মুছুন