কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

০৪) তুষ্টি ভট্টাচার্য


বাবা                               
                  

দ্যাখ্‌ দ্যাখ্‌ এই যে দেখছিস আমার গলার দাগটা – এটা আমার গত জন্মের ফল। মানে? কী বলছ তুমি বাবা – গত জন্মের কী? পূর্বজন্মে আমি বিশ্বাসী নইতুই  জানিস না – গত জন্মে আমি গিরীশ ঘোষ ছিলামস্বয়ং রামকৃষ্ণের ক্যানসার আমি গলায় ধারণ করেছিলাম। এভাবেই আমি পাপমুক্ত হয়েছিআমি তখন ছিলাম বেশ্যাসক্ত এক মদ্যপরামকৃষ্ণের দয়ায় আমি হয়ে উঠেছিলাম নির্ভার খাঁটি মানুষ। তাঁর দয়ায় আমার মুক্তি হয়েছিলসেই ক্যানসার চিহ্ন আমি আজও বহন করছিজানি বাবা জানি, তুমি সত্যি একজন মুক্ত পুরুষতোমাকে মানি। এই দেখো, তুমি যখন মাকালীর ক্যালেন্ডারের সামনে কিম্বা বিষ্ণুর ছবির সামনে দাঁড়িয়ে ওঁদের সঙ্গে  বিড়বিড় করে কথা বল, তখন একমাত্র আমিই বুঝি তুমি কত খাঁটিতুমি গিরীশ তুমি রামকৃষ্ণ তুমিই বিষ্ণুর অবতার

লাইন ক্লিয়ার হলে তুমি বোতাম টিপলে, সবুজ সিগনাল বোর্ডে ডিসপ্লে হলোমাইকে  ঘোষণা শুরু হলো – পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে, দয়া করে লাইনের  ধার থেকে সরে দাঁড়ানহু হু করে ট্রেন চলে গেলে তুমি আর একবার ডিসপ্লে বোর্ডে চোখ বুলিয়ে নাওইষ্ট কেবিন থেকে আবার কোনো বার্তা এসে, তুমি একের পর এক ট্রেন পাস করাওবাড়ি ফেরার পথে বুকস্টল থেকে আমার জন্য আনন্দমেলা নিয়ে ফেরো

বাংলা সিনেমার এক জনই নায়ক ছিলেন, তিনি হলেন উত্তমকুমারবলতে বলতে তুমি গেয়ে ওঠো – দোলে রাই দোলে ঝুলনায়, দোলে কৃষ্ণ দোলে ঝুলনায়... আমি  জানি বাবা, এ গান তুমি যখন গাও তখন তুমি মানবেন্দ্র নও, তুমি আমার বাবা নও, তখন তুমি উত্তম হয়ে যাও। তুমি তখন শুধুই উত্তমওই যে তুমি ওথেলোর বেশে বলছ – ইট ইস দ্য কজ্‌, ইট ইস দ্য কজ্‌... তোমার কণ্ঠে তখন উৎপল দত্ত নেই, তুমি নেই, উত্তম ভর করেছেনওই যে তুমি চকচকে চাকু হাতে ডেসডেমিনকে খুন করতে চলেছ... উফ্‌ কী ভয়ংকর দেখাচ্ছে তোমায়... কিন্তু তুমি তো পারলে না। শেষ পর্যন্ত থেমে গেল তোমার হাত, স্তব্ধ বিস্ময়ে অপলক চেয়ে আছ তুমি মহা নায়িকার দিকেএবার দেখছি তুমি টেবিল চাপড়ে বলছ – আই উইল বি দ্য টপ্‌, আই উইল বি দ্য টপ্‌... আমি জানি বাবা, তুমিই আমার নায়ক, আমার মহানায়ক, তুমি সবার ওপরেই থাকবে

লাস্ট ট্রেন চলে গেল, স্টেশনে বেঞ্চের তলায় গুটিসুটি মেরে কয়েকটা কুকুর শুয়ে আছে,  শেডের নিচে একসাথে কতগুলো ভিখিরি পরিবার আরামসে ঘুমোচ্ছেদুজন  হকার লাস্ট ট্রেন ফেল করেছে বলে ঝুড়ির ওপর মাথা দিয়ে বেঞ্চে সটানবাবা, তুমি তখন ঘুম তাড়ানোর জন্য স্টেশনে পায়চারী করছ, তোমার মাথার ওপর একদল মশা উড়তে উড়তে তোমার সাথে চলেছেতোমার এখন আর ঘুম পাচ্ছে নাসাড়ে তিনটের সময় ফার্স্ট ট্রেন ঢুকবে, বাজারের ঝাঁকা নিয়ে চলে আসবে হাটুরের দল। তুমি সূর্যকে ডেকে আনবে এরপরনাইট ডিউটি শেষে বাড়ি ফিরে এসে এক কাপ গরম দুধ খেয়ে ঘুমোতে যাবেতুমি মনে করে দেখো, এসময়ে আমি কখনও তোমাকে বিরক্ত করি নিতোমার ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমি আমার ঈশ্বরকে দেখেছি

ইন্ডিয়া টিমকে পাঁক থেকে কে তুলে এনেছিল? কে বিদেশে গিয়ে সিরি জয় করতে পেরেছিল, কার ছিল এতখানি বুকের পাটা? আমাদের বাংলার সোনার ছেলে – সৌরভঅফ স্ট্যাম্পের জাদুকর সৌরভ। ওর মতো এত বড় ক্যাপ্টেন আর জন্মাবে না কোনোদিনআমি জানি বাবা - ওই যে মাঠে হাত তুলে নির্দেশ দিচ্ছে, ওই  দেখ অফ স্ট্যাম্প দিয়ে বল গলিয়ে দিল, বল চলে গেল সোজা মাঠের বাইরে... চার!!!! সারা মাঠ তোমায় কুর্ণিশ জানাচ্ছে, তুমি টুপিটা হাতে নিয়ে অভিবাদন করছহ্যাঁ হ্যাঁ, সে তো সৌরভ নয়, সে তো তুমিইসৌরভের সমস্ত রেকর্ড আমি মুখস্ত করেছি প্রাণপণে, ডোনার নাচের স্কুলের নাম, মেয়ে কোন স্কুলে ভর্তি হলো, সব আমি কণ্ঠস্থ করে রেখেছি। দেখ বাবা –

মাইনে পেয়ে তুমি শামিমের দোকান থেকে মাংস কিনে আনবে, লাল-লাল ঝাল-ঝাল ঝোলে আঙুল ডুবিয়ে আগে একটা আলু তুলে খাবো আমিতুমি তাই দেখে হা হা করে হেসে বলবে – বোকা মেয়ে, মাংস ফেলে আলু খাচ্ছিস! আমি তোমার সত্যিই বোকা মেয়ে, বাবা! তুমি যেমন একটার পর একটা ট্রেন পাস করিয়ে গেলে নির্ভুল  ভাবে, আমি কই তেমনটি তো পারলাম না!

2 কমেন্টস্: