কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

১৭) তাপসকিরণ রায়



তাপসকিরণ রায়

অন্য পোশাক 

স্থলনের অনেক স্বপ্ন খুলে খুলে গেছে--
তোমার একান্ততার বাইরে, রূপান্তরিত হচ্ছে অন্য রং-আবেশ--
জীবন কখনও দীর্ঘায়ত -- সেই একই দৃশ্যের আবৃত্তিগুলি-- 
অনায়াস আমি কিছু অভ্যাসগত কথা বলে যাই--
ভালো বাসায় ভালোবাসার পরিচর্চা, উৎসবের ক’টা দিন মেতে ওঠা--
তারপর খোলা ময়দান, কানাত দড়ি দড়া বাঁশ ছড়ানো, 
তার মাঝে যেন একই প্রাণীজ বাস! একান্ততা ভাঙতে ভাঙতে 
ঢুকে যাওয়া অন্য পোশাকের অন্তর্বাস 



খোলা জানালা 

একটি জীবনের ফাঁক ফোকর গলিয়ে তোমাদের উড়ে যাওয়া অন্তর্বাস পাখিদের মতো জানালা খুলে দিই, রং-বাসনার পালকগুলি তখনও খুলে যাচ্ছে--
বিবাহিত কটা দিনের আন্তরিকতা ঘেঁটে যাওয়া সেই অন্ধিসন্ধি দিবারগুলির পারাপার 
তবু এক বন্দিত সীমারেখা রেখে গেছে। কমলা রংগুলি বস্তুত লেগে যায় আপনা আপনি--
অন্য প্রসাধনী ঠোঁটে দেখি আমার চুম্বন মাপ!
ডানাগুলির পরিসীমা নেই -- বক্তব্য না রাখতে পারলেও আমি তোমাদের ছুঁয়েছি  বারবার। 



অন্য তুমি 

তোমরা তাকিয়ে আছ -- দৃষ্টি ছেড়ে বেরোতে পারি না--
বৌদ্ধিক মাপজোকে বাইরেও অন্য এক তুমি -- শরীর ছায়াগুলি শরীরের তো দেহ পার করে, কতটা আপ্লুত রাখে অনন্য সৌন্দর্য ঠোঁট -- তোমার চিবুকের তিলেই আমি সন্ধিস্থাপনা করি--
রাতের নিরালায় এক কুণ্ডলী উষ্মা ভাগ, তোমার চোখের বাষ্প
কোথাও তো তোমার ভেঙে যাওয়া আছে -- লুকোনো আলখাল্লায় খুলে যায় অন্ধকার,
মগ্নতা আমাদের প্রতিক্রিয়া। 



রাত্রিবাস 

ছিঁড়ে যাচ্ছে মন--
লেবুতলার গন্ধ কখনো খুব ভালো লাগে, অনন্যা তুলনায় ঘর, বেঘর হয়ে যাচ্ছে 
অচিন আগ্রহগুলি কেন এত তেজস্বীকখনো পাল্টে যাওয়া নীলবর্ণ শৃগাল 
ভ্রম রাখতে ভালো লাগে না -- তোমাকে সাজিয়ে রূপান্তরিত শিলা আর কত বানানো যাবে!
অন্তরাল ভেঙে যাচ্ছে -- ভাঙার মধ্যে একটা নিশপিশ খেলার স্বতঃস্ফূর্ততা--
আজ মুখ খুঁটে, নাভির পাশ কেটে নেমে যাই কুণ্ডলিনী -- যদিচ শরীরের অন্য রঙ নেই--
প্রেমিক ভাবগুলি জেগে উঠলে চোরা ভাবনাগুলি মিলিয়ে যায়।
রাত্রিগুলো নেশা আনে তোমাদের নিয়ন পোশাকে--
আমার অযাচিত রাত্রিবাস



দানব 

তুমিও তো ভাবো--
রোমশ শরীরের মাঝে দুর্দান্ত এক দানব কথা,
অযাচিত রাত্রিবাসগুলি ঠিকানা বিহীন, রং-মদিরা আপেক্ষিক, তারপর ভেঙে যাওয়া,
দেখো সেই প্রলেপ তলদেহ, খুঁটে দেখার ভাবনাগুলির অন্তর আছে--
ঝাঁজালো সিথান ছুঁয়ে অলক্ত পা, বাকিটুকু আপাত আবৃত জঙ্ঘাদেশ--
আপেল কামড়ে আছ তুমি, লালিম আভায় তোমার রক্তমুখ, অকৃতিগুলি অনাদিকাল--
বস্তু ভাবনারা গতিমান



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন