কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

১০) অনুপম মুখোপাধ্যায়

অনুপম মুখোপাধ্যায়



শীত আসছের রান্না : একটি পুনরাধুনিক কবিতা


১ জীবন২ জীবনের চেয়ে অনেক
বড়ো হয়ে উঠছে। গাঢ় হলুদ মুর্গিঠ্যাং। আগুনের চেয়ে
গরম। কয়েক পিস  আলু। যে কোনো বে-লে-পা-থ-রে-র চেয়ে
হলদে
ট্রেন। থেকে হাত বাড়ালেই
লাল
টালির বাড়ি পড়ে যাচ্ছেট্রেন। থেকে হাত নামালেই
লাল
উলের বল উঠে যাচ্ছে
অনেকরকম যাওয়ার মধ্যে
শীত আসছে। গ্রীষ্ম
যেমন হাত নাড়ে, তেমন
ঠিক নয়কঠিন ঘিরে
পালাচ্ছে না মাংসের কোমল
রোদের ফাঁকে অহং। আর রোদে
মুঠোমাপে কাজ
ফেলছেন। রান্না ফেলছেন
আপনিই


1 কমেন্টস্: