কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

১৯) প্রমিতা ভৌমিক



প্রমিতা ভৌমিক

ভাঙা সংসারের গায়ে
স্বপ্নগুলো উঁকিঝুঁকি মারে ক্রমাগত
নিস্তব্ধ ফুল হয়ে ফুটে থাকে পাঁচমাথার মোড়ে-
তুমিও অপেক্ষা করো জানি,
আমাদের মাঝে পাশ ফেরে পুরনো বিষাদ

আচমকা আড়াল খুঁজি চেনা কৌতূহলে,
বাগান সাজিয়ে রাখি বীজশূন্য দিনে

এই যে এতো অভিমান লুটোপুটি খাচ্ছে
ভাঙা সংসারের গায়ে-
আর ফিরেও তাকাই না তার দিকে।


যতদূর চোখ যায়
ফেলে আসা মায়া আর তাঁবুর আকাশ
আলোর মতো বেঁকে আসে কাছে,
অন্ধ দেবতা তার কতটুকু বোঝে-
সেই আলোর দোহাই দিয়ে
কিছুটা প্ররোচনা উড়িয়ে দিই আলতো হাওয়ায়

যত দূর চোখ যায়-
মাছরাঙা ওড়ে, বাইলেনে ভেসে যায় ছাই,
ফুশিয়া আঁচল খসে পড়ে গেলে
শীত নেমে আসে পায়ের পাতায়।


অসুখের পর
অসুস্থ রাতের পর পুরনো পশম-
তুমি শেখালে প্রথম এই
অন্তরীক্ষ, রোমাঞ্চ-সোপান,
প্রকৃত জ্বরের শেষে হাতপাখা সুখ

চঞ্চল ছায়াপথ প্রাচীন সুরার কথা জানে-
রাঙা আলো, বুনোহাঁস, মহীনের ঘোড়া
শ্যাওলায় ভেজা দিন, ব্যথা উপশম
বেজে যায় শুদ্ধস্বর অসুখের পর,
ছলনা ক্রমশ আরও সরল হলে
আমাকেই ভাবো তুমি খড়ের ঈশ্বরী।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন