কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

১৩) সুবীর সরকার



সুবীর সরকার

মাহুত বন্ধু
কিন্তু মাহুত বন্ধু। গম্ভীর ধানখেতে যাকে ঢুকে পড়তে
হয়। প্রবেশ প্রস্থানের পটভূমিতে কুয়াশার ফাঁদ। সে কি
চমৎকৃত হয়! স্মৃতির প্রহারে গেয়েই ফেলে গান। গানে
গানে কত নদী ও নদীখাত। তবে কি আড়াই হাতি
লাঠির সঙ্গে ঝালিয়ে নেবে সম্পর্ক! মাহুত বন্ধু আর
মাহুত বন্ধু থাকে না। হাসতে হাসতে চলে যায় বুঝি
                          কিংবদন্তির দিকে

বাঁশি

বাঁশি, অপেক্ষায় আমাদের জন্য
বৃষ্টি বাড়লে লকগেট খুলে দিও
আবহমান হয়ে ওঠা
            পাখিরা

চাতালে ধান শুকোয়।

             
হস্তীকইন্যা

ভাঙতে ভাঙতে আজ তুমি এইখানে
হাততালি লুকিয়ে রাখো
শহরের পথে হস্তীকন্যা। তুষের
                  আগুন।


লাল টিয়া
চোখের পাতা ছুঁয়ে শিশির
নদীমুখে বাড়ি। লাল
             টিয়া
অন্য গল্প।
দূরের পরিখা
জলের উপর খলসে  
            মাছ

বিমল মালি
যাপনের উল্লাস নিয়ে বসে থাকছেন
শ্যাওলার খাঁজে পিছলে যায় আপনার
                      পা
ঢোল বাজে।
গানের ভিতর। নাচের
              ভিতর।










0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন