কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১২৫


পাখিদের ব্রেইল – ১

 

ধোয়া আলো

ধোয়া অক্ষর

মিলিয়ে

      ভেসে                         

          দাঁড়ানো

          অভ্যাসগুলো।

 

মাল্টিপ্লেক্স ধোঁয়া

ডিঙিয়ে

          নিঃশব্দ।

আরেকটু ধা নি-তে

      ধ্বনিতে

         নিতে নিতে

                প্রণয়তরঙ্গ।

 

তরঙ্গ ও প্রাণ

       বরফের রেফ

              সঙ্গে মিলিয়ে।

 

                   

পাখিদের ব্রেইল – ২

 

ছাঁচে ফেলে

     উপুড় করে

            ওপিঠে দিই

               শ্রীচরণের ধূ ধূ।

 

নোঙর তুলে

     টায়রা ফেলে

একজীবনের শ্রাবণ।

 

ফাঁকা অংশে

      পড়ে থাকছে

            পলকবসন হাওয়া।

 

 

পাখিদের ব্রেইল – ৩

 

প্রতিটি দিন ভেঙে

আমার চেনা থেকে

একটু অবাক

               হাসিতে দিই।

 

পাল্টে যাওয়ার

দুদিকে

  দুটো নৌকো

           পাখি পাখি

                রাত্রি মেখে।

 

প্রতিটি মৃত্যু অংশে

দিন

আমার রাত্রি

নদী

      হু হু গাইছে।

 

গানের ওপার

খোলা চালে

          সারাই হচ্ছে

               জলের অপেক্ষা।

 

                

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন