কবিতার কালিমাটি ১০৪ |
পুনর্লিখিত
কবিতা - ১
আমি তো পাথর ভেবে
পুনর্লিখিত কবিতার মাংস
কুড়িয়ে কুড়িয়ে
সংখ্যারা কীভাবে ছেড়ে যাচ্ছে আমায়
দেখেছি
এক ফ্রেমের ভেতর
যা
ক্রমাগত অস্বীকার করে চলেছে
এই স্থির হয়ে থাকা
আর
শিরশির করছে একটা গোটা দেওয়াল
হাতের মুঠোয়
ক্রমে শক্ত হয়ে ওঠা
গানের মতো কিছু একটা
সুর ভুল ক’রে
সমকালের দিকে চলে যায়
বারবার
সমাজবয়সী কমলাবাগানের দিকে চলে যায়...
পুনর্লিখিত কবিতা - ২
কাঁপতে কাঁপতে
ছুরির ভেতর
নাভির ভেতর নেমে যাওয়া
পারদের ওই বাসি দাগওয়ালা দিনের খোলস
পজ
নিচ্ছে
একটা ফ্যাকাশে
বাক্সে
সাদা সাদা পাতা উড়ছে
সারাদিন
কার নিবিষ্টতা নিয়ে
ফ্রি-লি-ঙ-গো
আমি
ও
আমার যৌনতার মাঝখানে
সে
দ্রুত
দাঁড়িয়ে পড়ে
ঘেমে ওঠার আগেই
অর্ডার করতে থাকে
বাহারী ছায়াদের নগ্নতা...
এক অন্যমনস্ক গান
সারাদিন
চোখের ওপর
ওঠানামা
ভ্যানিলাদিবস
এক স্মৃতি কাগজের গায়ে
জাম্পকাট
প্রাচীন আলোর কথা
মায়া এক ভাষাদের দেশ
কেন যে
সহজ জল
ফিরে যাওয়া
ব্রেক
স্বপ্নের ভেতর
মিছিলের ভেতর এক অন্যমনস্ক গান হয়ে
স্যুইচ করছে
কার কথা...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন