কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

হাসান মোস্তাফিজ

 

কবিতার কালিমাটি ১০৪


অর্ণা কিনেছিল কোল্ড-ড্রিকস


কর্ষিকার পহেলা জন্মমাস স্ক্যান্ডাল

        — দুধেভাতে করিডোর

নীপ নিমেষ গুপ্ত

চিমনি ছাই নেকি

        — মিউকাস লেপ্টে

তেলো অন্তঃসত্ত্বা বার কর্ড

        — পুতুল নং এক্সিবিশন


কর্দম সলো নিয়াজ

        — থ্রিডি ফেরারি তরফে

পয়স্য স্বীয় জলদস্যু

পেয়ারা পোষ্যবেশ

        — স্পার্মআভা বিবৃতি

        একাকীত্ব নহ গ্রিফিন


 দরদামের ব্যাপারে অর্ণা

অমিয়া গতিশীল প্লীহা

        — অমুক ভূত-ভবিষ্যৎ

গ্লিসারিন সম্পর্কিত তোপধ্বনি

ট্র‍্যাডিশোনাল গ্লোকোমা

        — বৈরী মেটালিকা

জাতিকালিমা ঘিরে

শ্যাম্পুপ্রদেশ তুষারমৌলি

        — দুঃ তেরেট

তোষ থোওন বারমুডা

দুর্দর্শ নীৎশে নবুয়তপ্রাপ্ত

        — রমরমা ওহী

 সৌজন্যে


অর্ণা, রাতে ডেকে দিও

বিশরগো সৌর চূর্ণক

থাবা          জাস্টিফাই

     পাফিন

কিংশুক পনেরো বোলভাস্কর্য হাজরা

            কোরাল

পলিজ

নেবিউলা

     থুত্থুরেআস্তীর্ণনিশিত

ক্যাকটাসপ্রকৃতি বীথিবিশেষ পরান

            ফেরাউন

পহরপাঁজা আঙুলসন্ধিমূলক ডাইপোল

কপিশবর্ণ          পিছপা

    বিথান জাইগোট

ফ্রয়েডসহ সারমেয়অবধি স্ক্র‍্যাচলিপি


বোল্ড আউটের অ্যালভিওলাস

অর্ধস্ফুট ক্যাপসুল অনচ্ছ

        — ইয়া আল্লাহ অরোরা

সকেটপীড়িত ওসেলি

শ্রীশানু মৌচাককুইন

        — ম্যাজিলি কামড়

মাদামতুহিন সূর্যনিকট

গবাদি স্কাউটবিশেষ।

পাশব পোলো খামচি

টেকোভিক্ষুক বহিঃবহাল

        — ক্লাসিক বাচাল

ভাইস/এক্স প্রেক্ষাপট

জঞ্জাল রিভিউ পায়েসে

        — ছলাকলাসর্বস্ব!পামড়ি


বোল্ড আউটের ঘাসফড়িং

পূর্ণাঙ্গ ঠাসকাঁচকলাসম্পন্ন নিম্ফ

        — মিউনাইট পানীয় রাইনোসেরোস

বাল্ব স্পিরিট সর্বজ্ঞ পালতোলা

ওরফে রাস্টকর্তৃক জোনাকিকাঁথা

        — ডাইয়ারূপ কিংবদন্তি

ডাক ডাক মুনশি দুগ্ধ পেনাল্টি

    মনোমারখ্যাত

নার্গিসবিদ্রোহী বীরুৎদাঙ্গা

স্বঃ স্বঃ শারীরিক — মাতিসপসার     



 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন