কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শুক্রবার, ১ জুন, ২০১৮

তৈমুর খান




আত্মরক্ষা



নৌকা ভেসে গেছে
বন্যা আসক্ত নদীও
প্রেমের বৈঠারা কে কোথায়?

হাসিকান্নার জলে বিস্ময় তরঙ্গ তট ভাঙে
সততার বিকল্প ছিল না যদিও
এসময় ভেসে গেছে সেও

নিজের ছায়ার কল্পনায়
এখনও ভেসে আছি
এই তীব্র প্রবাহে যতক্ষণ ভেসে থাকা যায়


নীলবর্ণা


কোনও নীলবর্ণার কাছে
আমার সাহসী বিশ্বাস রোজ যায়

কী কথা বলতে চায়?
বলা হয় না কথা তার
প্রপীড়িত উল্লাস নীরব দহনের গান গায়

নীলবর্ণা নিসর্গ হয়
শস্যক্ষেত হয়
নীলবর্ণা তবু এক পাখি
আমার অনন্তলোকে তার ডাক শুনতে থাকি


ঝড়


ধূসর বর্ণের মেঘ উড়ে উড়ে আসে
আজ নিশি অপেক্ষায় আছে কার?
বাসর সাজায় যুগ, যুগের কন্যারা
দুর্মর আকাঙ্ক্ষার দৃপ্ত প্রহর
সমস্ত পুরুষ বুকে জেগে ওঠে ঝড়
উড়ুক উড়ুক সব বিষাদের ছায়া


নির্বোধ


একবার দুবার বারবার হেরে যাই
নির্বোধ হয়ে বেঁচে থাকি
চোখে অশ্রু নেমে আসে
            অশ্রুকন্যার মতো তারা
                আমার কাছে বিদায় চায়

নীরবতার বাঁধন তো আমি আলগা করতে পারি না
তবু জানালা খুলে রাখি
জানালা পেরিয়ে যায় দুপুরের ছায়া









3 কমেন্টস্: