কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

সোমবার, ৭ মে, ২০১৮

শুভঙ্কর দাশ



উইনি

আমার এক বন্ধু তার মেয়ের
নাম রেখেছিল উইনি,
আমরা তখনও তাঁকে চিনিনি।

এবং পরে সে বাবার বিরুদ্ধে
প্রতিবাদ দিয়ে জীবন শুরু করে
বলে শুনেছি।
বাবার ইন্টেলেকচুয়াল মাতলামো মদ খাওয়া
তার সহ্য হতো না।

কোন মেয়েরই বা হয়!
এখন অবশ্য শুনি বুড়োবাপ
মাঝে মাঝে মেয়ের বোতল থেকে
মদ ঝেড়ে খায়।

এ কথাটা একটা ফ্যান্টাসি হতে পারে
আবার সত্যি হলেও অবাক হবো না।


 জমছে

পাশাপাশি দু্টো কাপ
একটাতে সিগারেটের ছাই
অন্যটাতে কফি।
মানে পাশাপাশি বসে আছে
দুটো পাপ।
এই আধো অন্ধকার দিনে
আরো যে কতকিছু
জমা হচ্ছে ভেতরে।


যদি বলে

মেঘ যদি জল আনতে ভুলে গিয়ে থাকে
তাহলে আর সে কী দেবে আমাদের,
খানিক চমক ধমক ছাড়া।

এইসব চমক আমরা তো খুব ভালোবাসি
আমাদের সেই চিরকেলে আশা
এইবার সব হবে আমাদের
প্রেম সস্তায় মদ আলু ইত্যাদি।



ওই হাঁ কি আর কেউ বোজাতে
পারে কোনোদিন,
এখন তাই সারা চরাচর জুড়ে
গুরু গুরু ধমকি বাজচ্ছে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন