কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

জয়া ঘটক

ওম


বুকের বামদিকের কবরস্থানে
গুছিয়ে রাখি নৈঃশব্দ্যের মোড়কে
শীতবস্ত্রের ওম আর শীতকালের
ঘ্রাণকেসংগোপনেচুপিচুপি!


প্রশ্ন


আগুনে আঁকা সব কথামালা
শালীনতা-অশালীনতা ঘিরে
কত প্রশ্নমনের অস্থিরতা
অবিরাম ঘুরপাক খায়...
পরিধির মধ্যে বাইরে

কাল্পনিক সমালোচনার
সম্ভাবনাহীন ভূর্জলিপি লেখা হোক!

বাকি সব তো মৃত্যুর নামতা!


গান


তুমি না এলে মনটা
হেমন্তের বিকালের মতো
ধূসর হয়ে যায়

পাতা ঝরার শব্দ
শোনা যায়...


ধর্ম


বিষণ্নতার টুকরো টুকরো কথা গুছিয়ে
অপেক্ষায় আছি, একদিন বৃষ্টি আসবে

ধুয়ে পরিষ্কার করে দিবে আগ্রাসী ধর্মমত

পৃথিবীর পচা গলা লাশ নিয়ে আর ঘুরে
বেড়াতে হবে না আমাদের...


নারী

হারিয়ে যাওয়া আত্মজীবনীর
মতো নারীর জীবন!
কখনও প্রেমকখনও অপ্রেম

তবুও সুখ বিলি করে ফেরে
তারা!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন