কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

বিপ্লব গঙ্গোপাধ্যায়

শেকড়ের ডালপালা


থেমে আছি
শুধু গাছগুলো বড় হয়ে উঠছে চোখের সামনে
কোথাও চলে যাচ্ছে
ফুল ফোটানোর সময় হলে
ফিসফিস করে ঝরে পড়ছে
ভালোবাসা
স্থির হয়ে আছে চোখ
হাত পা
চলাচলের রাস্তা

শুধু উপরের দিকে  আকাশ
যা বেড়ে যাচ্ছে সীমাহীন
গাছেরা চলাচল জানে
আমি শুধু স্পর্শ করে আছি শেকড়ের ডালপালা


আবর্তন


ভ্রমণপিপাসু মাটি সরে আসছে চৌকাঠের দিকে
এবং দৃশ্যগুলি বদলে দিচ্ছে তোমার চোখ
চশমা পুরনো হলে
অভিজ্ঞতা সাবালক হয়
লেন্স বদলাতে বদলাতে
এক পৃথিবীর থেকে
অন্য পৃথিবীর দিকে ঘুরে যাচ্ছে

আমার বয়স

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন