কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

পলাশকুমার পাল


3 কমেন্টস্:

  1. ছবিতা থেকে যেন একটি জ্যান্ত কবিতা পড়ে ফ্যালা যায়।

    উত্তরমুছুন
  2. ছবিতা থেকে যেন একটি জ্যান্ত কবিতা পড়ে ফ্যালা যায়।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. একটা লেখা এসেছে এই ছবিটা থেকে। প্রথম বড়ো কোনো লেখা। কবে শেষ হবে জানি না। শেষ হলে বলব।

      মুছুন