কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১ নভেম্বর, ২০১৭

কচি রেজা

ওয়াশিং মেশিন  


যৌথ যাপনে, বহুদিন আমি ওয়াশিং মেশি্নে কাপড় ধুয়েছি! একত্রে খেতে গিয়ে বিনিময় করেছি এঁটো হাত, আর আমাদের সন্তান যে এসেছে, সঙ্গম কালে  --বুঝিনি বলে!

এখনও কাপড় ধুই! দুজনেই জানি, কী ব্যবস্থা নিলে জন্ম হয় না, মৃত্যু হয় না!

অসফল সঙ্গমে তবু কিছু ভ্রূণ মরণ বেলায় চীৎকার করে ডাকে, মা!


অলকাপুরী


মাঝখানে অভিশাপগ্রস্ত প্রাচীর, দু’পাশে দুজন ময়ূরের মতো আমরা! মেঘের গর্জনে জেগে উঠেছি অথচ অলকাপুরীতে আছি ভেবে তুমি মেঘের গায়ে লিখছ আমাদের বিরহ যাপন!

কী দেখছ দিগাঙ্গনা মেয়েরা? রেবতীর তীরে আর বাজবে না শিস! চলো, বিপন্ন সময়ে কোলে তুলে নিই মৃত পাখিগুলো!


অসেতু সম্ভব


আমার জানালায় বৃষ্টি হচ্ছে, ভিজছে কি তার জানালাও!  
সেকি এখনও ঘোড়াটির পিঠে! ঘোড়াটিও কি জেগে জেগে স্বপ্নে দেখছে এক বিস্তৃত প্রেইরি!

না, তার জানালা নেই! আমার জানলার সাথে তাকে মেলানো এক অসেতুসম্ভব  ইচ্ছে!
বৃষ্টিতে যে দাঁড়িয়ে আছে হাত ছড়িয়েকদমফুলের ঘ্রাণ নিতে নিতে কী যে ম্লান

হৃদয় থেকে ঝরছে লাল বালু! লু হাওয়া আরও কত কী!

1 কমেন্টস্: