কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

পলাশকুমার পাল

জলের গভীরে

জলের গভীরে অন্ধকার সাম্রাজ্য।
রঙচঙে মাছ খেলা করে যায়...
পুকুর থেকে পালাবার পথ নেই।

কেউ আঙুল ছোঁয়
কেউ ছিপ
কেউ বা হেঁশেলের স্বাদ চুমে দেয়
       
সে খেলার অসুখ...

তরঙ্গকথায় যেটুকু বৃত্ত
তার মধ্যে কেন্দ্র তলিয়েও খেলে কিত্‍ কিত্‍...
স্বপ্নের বাইরে সবই শূন্যতা
হৃদয় ঘড়ির কেন্দ্র,
চলে টিক্ টিক্...

বাইরে চিক্
গোটা সাম্রাজ্য।
পুকুরের চিকে কোনো মাছ বসন্ত-পলাশ
কেউ বা পর্ণমোচী শীত।


বিশ্বাসে

ফুটন্ত হাঁড়ির জলে
চাল নেই।
তবু কতশত পরী উঠে আসছে
রূপকথা বুনতে বুনতে...

খিদেরা জ্বালানী আজ;
পুড়তে পুড়তে পড়ে চালের ইতিহাস
আর রাজকাহিনী...

জন্মদিন ছাই হলেও
রূপকথা তখনও বাষ্পের মতো-

ফোসকার ইতিকথায়
সোনার কাঠি নায়িকা হয়ে ওঠে,
কৃষকেরা নায়ক।
আজও ঘুড়ি আকাশে ওড়ে
বিশ্বাস।


চক্র ১

পিঁপড়েরা ঘুরছে
এক পৃথিবী, দুই পৃথিবী, তিন পৃথিবী...
সাদা ক্যানভাসে রঙ গাঢ় হয়...

পৃথিবীরা সরে গেলে
মহাশূন্যতা-
ভরশূন্য কায়া ভেসে রয়।

ভাসতে ভাসতে
গাঢ় রঙের সূর্য রাত ডাকে-
স্বপ্নও ইঁদুর ভয়!

গর্তের মধ্যে রুদ্ধশ্বাস মানে
রাত শেষে ষা আসবেই!


কেন ফুঁ দিলে?
       
পাতা থেকে ধোঁয়া উড়ছে জেনেও
দিয়ে দিলে আর একটু ফুঁ।

অদৃশ্য বাতাস মূর্খ,
জানে না
মাছের কোনটা আঁশ কোনটা শাঁস!
নাগরিকের হাত ধরে হেঁটে বেড়ায় শহর...

পাতা শব্দকে গিলে
আগুন
ধোঁয়া আর ধোঁয়ায় বাতাসে লুকায়-

ফুঁ'য়ের অক্সিজেন,
বিশ্বাসের অলংকারে সাপ।

পাতা থেকে ধোঁয়া উড়ছে
জেনেও
বাতাসে ধরলে কেন? কেন দিলে ফুঁ?



নেলপালিশের নিচে
     
নেলপালিশের নিচে উপন্যাস
নখের নর্দমায় ভন্ ভন্ ভন্...

যেটুকু খাই তাও মাছি খাওয়া।
চরিত্রের ভিতরে আঁতুড়
শিশুর ক্রন্দন...

নেলপালিশের নিচে।

পাঠ শেষ হলে ভুলে যাওয়া শব্দ;
ঘামে তবু ঔরসগন্ধ-
হঠাত্‍ই হিংস্র-থাবা হয়ে ওঠা
হার্টবিট রন্ধ্র...
বাষ্পমোচনে

পাতার ইতিকথা নেলপালিশের নিচে,
লেখক হয়ে যাই প্রত্যেকে?

পাললিক ছন্দ?

1 কমেন্টস্: