কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

দীপংকর বরাট

গোধূলি বসন্ত

সেদিনও ছিল এমনি মেঘলা আকাশ,
আকাশের কোণে ঘাপটি মেরে বসে থাকা সূর্যকে চিলেরা কুরে কুরে খাচ্ছিল।
হলদে কৃষ্ণচূড়ার নিচে তুমি রাঙ্গা হচ্ছিলে আপন মনে,
আমি মুঠো মুঠো পলাশ তোমায় ফিরিয়ে দিয়েছিলাম।
শীর্ণ বকুল গাছটা আজও রাস্তা মুখিয়ে আছে
যদি কেউ দুটো পলাশফুল ঘষে দিয়ে যায় তার বুকে।
যৌবনোচ্ছল নদীটার পাড়ে পাখিরা নুড়ি পাথরে প্রেম নিবেদন করে
আমি একাই চলেছি সর্পিল রাস্তা ধরে ক্ষিতিজের দিকে
মেঘলা আকাশের উত্তাপে আমি ভারাক্রান্ত।
পায়ের তলায় মথিত পলাশগুচ্ছ উঠে আসতে চায় কোলে,
বসন্তের রঙ ধরেনি কৃষ্ণচূড়ার গায়ে, হয়তো কোনও আক্ষেপে
গোধূলি বসন্তের আবাহনে আমি আবার হেঁটে চলেছি এই বিছিন্ন পথ,
জ্বলন্ত সিগারেট ঠুসে দিয়ে যাই বকুলটার সবুজ বুকে।

      
স্তব্ধতা

দূরত্বটা কমে আসছে,
স্পষ্টতা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে।
যতই কাছে আসছ, তোমাকে হারানোর ভয় ক্রমশ ঘিরে ধরছে।
এই তো তোমাকে ধরে ফেলেছি আষ্টে-পৃষ্টে, আর যেতে দেব না।
স্তব্ধতার আলিঙ্গনের মধ্যে তুমি অপরিসীম দূরত্বে চলে গেলে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন