কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

আলতাফ হোসেন

জার্নাল, জুন ২০১৬


(১)

এই একটা ব্যাপার বেশ পারি
খাতা নিয়ে বসতে
ল্যাপটপে লাগে সময়, লাগে সময়
নামাতে ইচ্ছা করে শুধু নামাতে
কত রঙের ঢেউ
একটি অবিশ্বস্ত ডাউনলোডারে
উনিশ শতকে ফিরে গিয়ে
সেভ-করা-নেই
কাটাকুটি কই তেমন
তবে রাতদুপুরে খুব কাটাকাটি হচ্ছিল
ভেনেজুয়েলায়, এ শহরে
এখুনি ওখানে তো এখুনি এখানে
ও দেশটায় যেমন
খাবার নিয়ে রাস্তায় রাস্তায় হচ্ছিল কাড়াকাড়ি
আমাকে খাবার কেড়ে খেতে দিচ্ছিল না
স্বশহরে
আমার খাবার কে যেন কেড়ে নিয়েছিল আগেই
ছুরি ছিল না, নাইফ ইন দ্য ওয়াটার
তা ভেবেই রাস্তায়
বেরোতে হয়েছিল
দুটি শহরের


()

এই প্রথম (একশো বছর শেষে) খাতায় লিখতে বসেছি
কি-বোর্ডে তো অনেক হলো (হলো না)
শাদা কাগজে কাটাকুটি যদি করো তবে কোরো
মন থেকেও মুছতে হবে
সেই হলো / হলো না
থেমে যাচ্ছি
রিলে রেসের অপেক্ষায় থাকব না
হলুদ শহরের অপেক্ষায়
চাই না থাকতে
এ পর্যন্ত
এটা





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন