কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

নীলাব্জ চক্রবর্তী

সামার অব সিক্সটিন

গল্প ফুরিয়ে গেলে
এই যে সামার অব সিক্সটিন
হাতের কাছে চাঁদ বানাও
আর ভেতরে এসো
এটা তো তোমারও ফিল্ম
অথচ দুটো বক্ররেখা
ক্রমাগত পেরিয়ে যাচ্ছে পরস্পরকে
শুধু শুধুই জুতোর উপমা ছিঁড়ে
এক হাঁটু অবধি ফর্সা রাত্তির মাখামাখি হলো
ওহাতে রেইনকোট


সড়ক নিরাপত্তা বিষয়ে একটি সেমিনার

স্মৃতি এক দুরারোগ্য স্বাদ
আমি ওই তারিখ
খুলে রাখছি জলতেষ্টার নাম
প্লাস্টিক জড়াতে জড়াতে
হাইওয়ে
ভেঙে যাওয়া বিকেল
ক্তিন প্রত্যয় বরাবর এই যাতায়াত করতে করতে
এখন এই ফ্লোর খুলে দেওয়া হবে
কে বলছে
রাস্তাই একমাত্র রাস্তা
আর দামী জুতোর ভেতর বসে
আমি খুব জলতেষ্টার কথা ভাবছি...


স্ক্রিপ্ট

অথচ ভালো লাগছে এই ধাতব স্পর্শ
ফলায় কার গাঢ় হলো
লাফিয়ে ওঠা বিকেল
কে বাড়ি ফিরবে
সিনেমার ঘর
যেভাবে হঠাৎ সচল হয়ে ওঠে
সারাগায়ে লেগে যাওয়া চটচটে শব্দগুলো


আর স্ক্রিপ্ট বদলে যাচ্ছে...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন