কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

ঝিলম ত্রিবেদী

স্বৈরাচারী

তোমার যুদ্ধের গায়ে
কে আমার বিপ্লবের নাম লিখে যায়
সে দাগ মুছতে গিয়ে
রক্ত দেখি ভিতর আয়নায়-
রোমাঞ্চকর চুরি মন প্রাণ জুড়ে বেজে ওঠে
ধূসর চোখের ভাঙাচোরায়
বৈশাখ লেগে যায়...

কে আমার অদ্বিতীয় গায়ে
তোমার স্বৈরাচারী শাসন রেখে যায়!


প্রেম

চোখের তলায় অন্ধকারের মুখ
তরুণ শ্রাবণ উৎসুক
ফোঁটা ফোঁটা প্রেম পড়ে কান্নায়
নাভি ছুঁয়ে স্তনের বোঁটায়...
এ হাওয়ায়
নবীন প্রেমিক লেগে আছে
তার পায়ে চলা পথ
মাটির সহবত
জোনাকি শরীর চুঁয়ে আলো ঝরে নদীর গভীরে...

প্রেমিকার চোখে অন্যরকম চোখ রেখে
সে বলে :
‘চলো
ধুয়ে ফেলি সব ক্ষত...’


কাশ্মীর

এই তো গর্ভ পেতেছি...
এখানেও অন্ধকার
লম্পট অন্ধকার নয়!
তোর হৃদয় এসে বুকে বেঁধে আমার
তোর জামার রঙ
জুতোর সে ফুলতোলা প্রত্নমায়া...
আসে না ঘুম
চোখের জলের চেয়ে সুনিবিড় কান্না শুধু আসে...
একবারটি আয়
আমার বুকের বোঁটা থেকে
নিঃশব্দে ঝরে যায় দুধ...
তোর ছালওঠা ঠোঁটের চুমুতে
নিরক্ষর যুদ্ধের হাহাকার লিখে রেখে যাই...
আয়! 



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন