কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ২৩ মে, ২০১৬

তাহিতি ফারজানা

অলৌকিক প্যাসেঞ্জার

অপেক্ষক তালিকায় নাম আছে আমাদের
হাত উঁচিয়ে প্রত্যহ পূবে গিয়ে দাঁড়াই
সলতে বদলে ফিরে আসে সূর্য দ্রোহে।
পাটাতন সরালেই ঝুলে যাব 
অতটা বাধ্য নই; অথচ
সাবধানী দূরত্বে থাকা
ভাবি - জীবন নির্মাণাধীন সড়ক।
অপেক্ষা এড়াতে তারপিনের ঘ্রাণ শোঁকে কেউ, 
কেউ কান্নার পূর্বে নগ্ন হয়ে নেয়।
বিস্ময় তালিকায় আছি আমরা। 
এক গহ্বর থেকে বেরিয়ে
দ্রুত আরেক গহ্বরে ঢুকে যাই।
 


ভাববাহন

ব্যবহৃত শব্দের বাইরে গিয়ে
 
ডুবতে ইচ্ছে করে।
মুদ্রাদোষে কথার মাঝখানে 
অসংখ্যবার ‘মানে’ শব্দটি যোগ করতো
এমন একজনের চিন্তা এড়াতে
 
আমি উড়ালসেতু ব্যবহার করি।
সবুজ ক্ষুধা চেপে রাখলে শ্বাস ছোট হয়ে আসে
রাক্ষসী ধারের বাইরে যেতে
অগত্যা পাল উড়িয়ে দিই।
গ্রীষ্মের দুপুরবাসে সিট নিয়ে
স্নায়ুযুদ্ধ চলাকালে আমাকে নস্টালজিক করে
বরফকুচি মাখানো নামসমূহ।
জলভাগ ডুবে যেতে থাকে ব্যক্তিগত জাহাজে। অতঃপর তৃষ্ণার্তরা হাসলে

দিগন্ত হাততালি দেয়।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন