কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

সোমবার, ২৩ মে, ২০১৬

জয়শীলা গুহ বাগচী

চিবর

একটা চামড়াই তো
আর ঘাম
ঘাম আর চামড়া ইতর
ল্যাপটানো বৈশাখ কোমরে
বাসী ইহরস
কাঁকাল ব্যথা হবে মানুষ পো
এত চালচুলোর ভার...
এত কনিষ্কে ভার...  
মুখ ভরতি চাটনি নিয়ে
আকাশ চাটলে না
আহা!
মাটি হয়ে উঠল কুরুক্ষেত্র
অহম হলো না শ্বাস
ভিজে ওঠার আগেই
চোখ চলে গেল নিকেতনে
কাঁটা ছেড়ে গেল বাউলানি
ৎসগন্ধী আতর নিয়ে
অনাত্মীয়ে...

পলক

সাদা পাতা জুড়ে বঁধুছাপ
আড়াল লিখতে গিয়ে
কারুকাজের ফাঁকে দোটানা দুলছে
কামড় বসাচ্ছে অনুযোগ
ফোঁটায় ফোঁটায় কান্না বাজাচ্ছে ইচ্ছেরা
হাত উঠছে আকুলতার দিকে
অল্প চিবিয়ে
বীজ ফেলে দিল যে সজনীভাব
তার অল্প মাতাল
অল্প মরম
বাঁশীতে অভিমান
আর মেতে ওঠা  বৃন্দাবনী সারং 

তানকারী

মৃত্যু একটি সাদা দিন
পুরনো বই খুললে
গন্ধের ভেতর সিঁড়ি
       
খুলতে
        
খুলতে
        
অহল্যা
আশামণির ছায়া দীর্ঘ হচ্ছে
         
অকারণ
ব্লাউজ বরাবর অভিশাপ
চলকে চলকে রামধনু
মৃত্যুতে রঙ লাগছে
                               



1 কমেন্টস্: