কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২৩ মে, ২০১৬

সলোমন দে লা সেলভা

প্রতিবেশী সাহিত্য



সলোমন দে লা সিলভাকবিতা      

 

 (অনুবাদ : জয়া চৌধুরী)  



   
কবি পরিচিতি

কবি রাজনীতিবিদ সলোমন দে লা সেলভা জন্মগ্রহণ করেন ১৮৯৩ সালে নিকারাগুয়ায় ঠিক সেই সালে ভারতের স্বামী বিবেকানন্দ জয় করেন শিকাগো ধর্ম  মহাসম্মেলন। তাঁর বারো বছর বয়সে উকিল বাবা সলোমন সিলভা সে দেশের স্বৈর তান্ত্রিক শাসক খোসে সান্তোস সেলাইয়া-র বিরুদ্ধাচরণ করার জন্য জেলে কয়েদ ছিলেন। তিনি পিতার মুক্তির জন্য সেলাইয়া-র কাছে আমেরিকায় পড়াশোনা করবার জন্য স্কলারশিপ নেন ও সপরিবার আমেরিকায় চলে যান। নিকারাগুয়ায় যে তিন মহান ত্রয়ী ছিলেন যথাক্রমে স্টিফেন ভিনসেন্ট বেনেট ও এডনা মিলে ওরফে ন্যান্সি বয়েড - এঁদের সঙ্গে তাঁর নামও উচ্চারিত হয়। সেলভার প্রথম কাব্যগ্রন্থ ইংরিজীতে   ‘ট্রপিক্যাল টাউন অ্যান্ড আদার পোয়েমস১৯২২ সালে তাঁর স্প্যানিশ ভাষার  কাব্যগ্রন্থ এল সোলদাদো দেসকোনোসিদো১৯৩০ সালে লিবারাল পন্থী জেনারেল  আগুস্তো সান্দিনোর সপক্ষে দাঁড়ান। পরবর্তী কালে ১৯৩৫ সালে মেক্সিকোর প্রেসিডেন্ট মিগেল ভালদেস-এর উপদেষ্টা নিযুক্ত হন। বেশ কিছু কাব্যগ্রন্থের প্রণেতা এই কবির মৃত্যু হয় ১৯৫৯ সালে ফ্রান্সে প্যারিসে। 



জনগণ পাবলিক নয়  Pueblo no plebe

স্বাধীনতা ছিল যাতে মানুষ থাকত
নোংরা পাবলিক নয়
মানুষ, ভেড়ার মিছিল নয়; যাতে
নাগরিকেরা থাকত,
যাতে শৈশব আনন্দ উপভোগ করত
দুঃখ দুর্দশাহীন বাড়ির ভব্যতায় ভরা
যাতে শিশুদের বিশ্রামের বাগানগুলো উপচে পড়ত আর
খেলনাপাতি, আর
ফুলেদের চেয়েও ভালো,
এবং পাখিদের চেয়ে বেশি সোরগোল করে,
ফলেদের চেয়ে বেশি মিষ্টি,
ছোটরা বড় হতে পারে এবং পরিপক্কও
স্বাস্থ্যে ও আনন্দে যাতে দেশ আশ্রয় দিতে পারে
আর ভালো থাকার প্রতিশ্রুতি দিত কেন
পিতৃভূমি, সকলের আগে, স্বয়ং জননী এক।


আহতেরা Heridos

আহতদের আমি দেখেছি
কী ভয়ংকর রক্তে মাখা নোংরা কাপড়গুলো!
আর পুরুষেরা যারা অভিযোগ করে খুব,
আর যে সব পুরুষেরা কম কম অভিযোগ জানায়,
আর যারা অভিযোগ জানানো ছেড়ে দিয়েছে!
আর যন্ত্রণায় বেঁকে যাওয়া মুখগুলো,
আর একগুঁয়ে দাঁতেরা,
আর সেই পাগল বালক যে তার জিভ কামড়ে ফেলেছে
বাইরে থেকে বের করে আনে ওকে, বেগুনি বর্ণ,
যেন কেউ ওকে ফাঁসিকাঠে ঝুলিয়ে দিয়েছে! 







0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন