কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

সোমবার, ২৩ মে, ২০১৬

শুভ আঢ্য

টার্গেট

ছায়া যে সময় মুখকে টার্গেট করেছে দুপুরে
আলো নেভানো নিয়ম তখনই
গায়ে জড়িয়ে নেওয়া অবিশ্বাস

খুলে রাখা আঁশ

উদোম হবার সময়
আত্মাকে নগ্ন ভাবতে কষ্ট হয়

তাৎক্ষণিক নিজেকে
সৎকার করার কথা রগের আশেপাশে
ঘুরঘুর

পিস্তল রেডি হচ্ছে, লোড হচ্ছে ধাতব ওষুধ
আর এই সময়

ছায়া মুখকে টার্গেট করছে
আলো নেভানো নিয়ম তখনই

বিশ্বাস করো!


বরে প্রকাশ

কেজো জামা খুলে রাখার সময় অটোর ওই লোকটার
কনুই ফের জন্ম নিচ্ছে তোমার মস্তিষ্কে

হুল ফুটছে

হাটাও ওই জানালার খস, জল যেমন করে  
উঠে আসছে বারুদের ওপর

আর তাতেও যখন ধার কমছে না বারুদের
তখন অতীতচিন্তা ছাড়

মগজে ছেপে নাও দৈনিক প্রভাতী খবর

কম করে হলেও বেশ কিছু পরিবারে নারীরা
নির্যাতিতা অথবা ধর্ষিতা হন পারিবারিকভাবে

(সূত্রের খবর)





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন